বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৯ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক : ইনজুরি নিয়ে লুকোচুরি করেও ভারতের বিপক্ষে খেলা হলো না সাকিব আল হাসানের। তার জায়গায় নাসুম আহমেদকে ফিরিয়ে টস জিতে ব্যাটিং নেন নেতৃত্বভার পাওয়া নাজমুল শান্ত। তরুণ ওপেনার তানজিদ তামিম ও লিটন দাস একশ’ ছোঁয়া জুটি দেন। ভালো ভিত্তি পেয়েও মিডল অর্ডারের ব্যর্থতায় ৮ উইকেট হারিয়ে ২৫৬ রানে থেমেছে বাংলাদেশ।
ওপেনার তানজিদ ও লিটন এই ম্যাচে দেখেশুনে ব্যাটিং শুরু করেন। পরে ব্যাট তুলে খেলে তানজিদ ৪৩ বলে ৫১ রান করে আউট হন। তার ব্যাট থেকে পাঁচটি চার ও তিনটি ছক্কার শট আসে। ওপেনিং জুটিতে ৯৩ রান তোলে বাংলাদেশ। কিন্তু তানজিদ ফেরার পরই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ৪০ রান তুলে হারায় আরও ৩ উইকেট।
একে একে সাজঘরে ফিরে যান নাজমুল শান্ত (৮), মেহেদী মিরাজ (৩) ও লিটন দাস। ওপেনার লিটন এই ম্যাচে ৮২ বলে সাতটি চারের শটে ৬৬ রান করেন। পরে জুটি দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন তাওহীদ হৃদয়। তার ব্যাট থেকে ৩৫ বলে আসে মাত্র ১৬ রান।
সেট হওয়া অন্য ব্যাটার মুশফিকও রান বাড়িয়ে নেওয়ার সময় আউট হন। তিনি ৪৬ বলে একটি করে চার ও ছক্কায় ৩৮ রান করেন। শেষে মাহমুদউল্লাহ ৩৬ বলে তিনটি করে চার ও ছক্কার শটে ৪৬ রান করলে আড়াইশ’ ছাড়ানো সংগ্রহ পায় বাংলাদেশ।
ভারতের হয়ে পেসার বুমরাহ ১০ ওভারে মাত্র ৪১ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। মোহাম্মদ সিরাজ ১০ ওভারে ৬০ রান দিলেও নিয়েছেন গুরুত্বপূর্ণ ২ উইকেট। এছাড়া রবীন্দ্র জাদেজা ১০ ওভারে মাত্র ৩৮ রান খরচা করে ২ উইকেট তুলে নেন। শার্দুল ঠাকুর ও কুলদীপ যাদব নেন ১টি করে উইকেট। তাদের দাপুটে বোলিংয়ের কারণে হার্ডিক পান্ডিয়ার ইনজুরির ধাক্কা টের পায়নি ভারত।