বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৬:০৪ পূর্বাহ্ন

শিরোনাম ::
সিলেটে তৃণমূল বিএনপির ১৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ শিক্ষাক্রম নিয়ে ফেসবুকে সমালোচনা, ৪ শিক্ষক গ্রেফতার জামালগঞ্জে নিষিদ্ধ জাল পুড়ালো উপজেলা প্রশাসন সিলেটে মাদক মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: শফিক চৌধুরী লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৪৩ বাংলাদেশি সুনামগঞ্জে স্ত্রীকে খুনের দায়ে স্বামীর মৃত্যুদণ্ড আ. লীগ আবারও বিজয়ী হয়ে সরকার গঠন করবে: আশাবাদী পররাষ্ট্রমন্ত্রী বুধ ও বৃহস্পতিবার অবরোধ, হরতাল সফলে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল সিলেটে বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষাবৃত্তি চেক বিতরণ সম্পন্ন শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন সিলেট বিভাগের উদ্যোগে শুভ নবান্ন উৎসব ১লা ডিসেম্বর হবিগঞ্জে চলন্ত ট্রাকে আগুন দিলো দুর্বৃত্তরা সুনামগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হবেন সেলিম আহমেদ মোমেনের সঙ্গে প্রার্থী হচ্ছেন মিসবাহ দুই ম্যাচের দায়িত্ব পেয়ে ‘ধোনি’র মতো অধিনায়ক হতে চান শান্ত




সাকিবকে নিয়ে ঝুঁকি নেব না: হাথুরুসিংহে

shakib and hathuru samakal 652feac2dd9b1 - BD Sylhet News




স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে বাঁ-পায়ের ঊরুয় ব্যথা পেয়েছিলেন সাকিব আল হাসান। স্ক্যান করিয়ে তার ইনজুরি ধরা পড়েনি। মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলন করেছেন বাঁ-হাতি এই অলরাউন্ডার। লম্বা সময় ব্যাটিং করেছেন, ছিলেন রানিং সেশনেও।

তবে বুধবারের অনুশীলনে ছিলেন না বিশ্বকাপ দলের অধিনায়ক। সেটাই নতুন করে প্রশ্ন তুলেছে। পুনেতে বৃহস্পতিবার ভারতের বিপক্ষে ম্যাচে খেলবেন তো সাকিব? ওই প্রশ্নের উত্তরে খুব একটা ইতিবাচক বার্তা দিতে পারেননি হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

তিনি জানিয়েছেন, স্ক্যান রিপোর্ট দেখে সকালে সিদ্ধান্ত নেবেন তারা, ‘গতকাল সে ব্যাটিং সেশন করেছে। রানিং করেছে। আজ আবার তার স্ক্যান করানো হয়েছে। আমি রিপোর্টের অপেক্ষায় আছি। এই মুহূর্তে সে ভালো আছে। সে যদি খেলার জন্য প্রস্তুত না থাকে তাহলে আমরা ঝুঁকি নেব না। সে রেডি থাকলে তার খেলার সম্ভাবনা আছে।’

সাকিব ছাড়া দলের অন্য সকলেই একাদশে ঢোকার জন্য প্রস্তুত ও ফিট বলেও উল্লেখ করেছেন টাইগার দলের লঙ্কান কোচ। এছাড়া ভারতের বিপক্ষে একাদশে পরিবর্তন আসতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। পুনের উইকেট ও কন্ডিশন বিবেচনা করে পেস আক্রমণে আসতে পারে ওই পরিবর্তন।

হাথুরুসিংহে বলেছেন, ‘তাদের (ভারত) বিপক্ষে আমাদের পরিকল্পনা আছে। সম্ভবত একাদশের কম্বিনেশন ভিন্ন হবে। উইকেট এবং প্রতিপক্ষ বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নেব। এই কন্ডিশনে আদর্শ একাদশ হচ্ছে বোলিং অপশন বাড়ানো।’

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৩
Design & Developed BY Cloud Service BD