শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৮:৫৬ অপরাহ্ন
বিডি সিলেট ডেস্ক:: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর শিব প্রসাদ সেন এর আত্নার শান্তি কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) বাদ আছর নর্থ ইষ্ট বিশ্ববিদ্যালয়ের মসজিদে নর্থ ইষ্ট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত নর্থ ইষ্ট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি দ্বিপরাজ দাস এবং সাধারণ সম্পাদক কাজী ইমন সহ নর্থ ইষ্ট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মেধাবী ছাত্রনেতা বিপ্লব দেবনাথ, শাহানুর আহমেদ হ্রদয়, জিসান আহমেদ, এহসানুল আম্বিয়া,ফাহেদ হোসেন ইমন, হ্রদয় দেবনাথ, জয় দেবনাথ সহ প্রমুখ।
দোয়া মাহফিলে বঙ্গবন্ধু পুত্র শেখ রাসেল সহ তার পরিবারের শহীদ সদস্যদবৃন্দ এবং গৌরবময় মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।