BD SYLHET NEWS
সিলেটসোমবার, ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩৩
আজকের সর্বশেষ সবখবর

জেলা ক্রীড়া অফিস সিলেট কর্তৃক যথাযথ মর্যাদায় শেখ রাসেল দিবস উদযাপিত


অক্টোবর ১৮, ২০২৩ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র ‘শেখ রাসেল’ এর ৫৯তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা ক্রীড়া অফিস সিলেটের আয়োজনে আলোচনা সভা ও শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বুধবার ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা ক্রীড়া অফিস সিলেটে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা ক্রীড়া অফিসার মো: নূর হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও কানাইঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: মাসুক আহমদ, ইউনিসেফ সিলেটের চাইল্ড প্রটেকশন কমিউনিটি মোবালাইজার মো: শফিকুল ইসলাম ও পলাশী মজুমদার (সিপিসিএম)। অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তা, কর্মচারীসহ ক্রীড়ানুরাগী অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বুধবার সকাল ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে শেখ রাসেল এর অস্থায়ী প্রতিকৃতিতে জেলা ক্রীড়া অফিসার সিলেট এর তত্বাবধানে পুষ্পস্তবক অর্পণ করা হয় ও বর্ণাঢ্য র‌্যালিতে অংশগ্রহণ করা হয়।

আলোচনা সভায় শেখ রাসেল এর দীপ্তিময় ও নির্মল জীবনীর উপর বিশেষ আলোচনা ও তাঁর রুহের মাগফেরাত কামনা করা হয় এবং তাঁর আদর্শে উজ্জীবীত হওয়ার জন্য খেলোয়াড়দের বিশেষ তাগিদ দেয়া হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।