শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ন

শিরোনাম ::
শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর জুমার খুতবা চলাকালে নামাজ পড়া যায়? কুমড়ার বীজ অতিরিক্ত খেলে হতে পারে যেসব বিপদ মেয়েদের খেলায় ট্রান্সজেন্ডারদের নিষিদ্ধ করলেন ট্রাম্প হবিগঞ্জে ব্যবসায়ী নিহতের ঘটনায় আটক ৫ সারাদেশে হামলা ভাঙচুরের যত ঘটনা একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও জাতীয় নারী ফুটবল দল এ বয়সে আমি কি বেডসিন করব: বাপ্পারাজ কমলগঞ্জে শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার রোজার পণ্যে ভরপুর বাজারে দামও কম ‘স্বপ্ন ছিল ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমি হবো ইঞ্জিনিয়ারের মা’ ‘যাই হোক না কেন, আমরা গাজা ছেড়ে যাব না’ বিশ্বজুড়ে হইচই ফেলা ডিপসিক এবার বিধিনিষেধের কবলে শেখ মুজিবের ভাঙা বাড়ি থেকে যে যা পারছেন নিয়ে যাচ্ছেন

সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন পালন

IMG 20231018 WA0017 - BD Sylhet News




বিডি সিলেট ডেস্কঃ আজ ১৮ অক্টোবর বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন। দিবসটি পালন উপলক্ষে সিলেট জেলা আওয়ামী লীগ বুধবার বাদ জোহর হযরত শাহজালাল (রহ:) মাজার মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।

দোয়া ও মিলাদ মাহফিলের শুরুতেই জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, বাঁচার জন্য শেখ রাসেলের আর্তনাদ নিষ্ঠুর ঘাতকদের নির্মম বুলেটের আঘাত থেকে তাকে রক্ষা করতে পারেনি। কি অপরাধ ছিল তার। তার অপরাধ ছিল সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সন্তান। আর জাতির পিতার কোন উত্তরাধিকারী যাতে জীবিত থেকে বাংলার মাটিতে স্বাধীনতার সপক্ষে নেতৃত্ব দিতে না পারে সেজন্য ঘাতকরা শিশু রাসেলকেও ৭৫ এর কালোরাতে নির্মমভাবে হত্যা করে। সকল শিশুর জন্য নিরাপদ ও শান্তির ভবিষ্যৎ নিশ্চিত করতে পারলেই শিশু রাসেলের আত্মা শান্তি পাবে।

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে ১৫ আগস্ট কালো রাতে নিহত সকল শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট নিজাম উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, আইন সম্পাদক এডভোকেট আজমল আলী, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ এপতার হোসেন পিয়ার, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), উপ-দপ্তর সম্পাদক মো: মজির উদ্দিন, জেলা আওয়ামী লীগের সদস্য মো: নিজাম উদ্দিন চেয়ারম্যান, এড. বদরুল ইসলাম জাহাঙ্গীর, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস প্রমুখ।

শেয়ার করুন...














বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৫
Design & Developed BY Cloud Service BD