রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৮:৪৭ পূর্বাহ্ন
বিডিসিলেট ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের (বি.এম.এ) মহাসচিব ও বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, আওয়ামী লীগ সরকারের দ্বারাই এদেশে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড দৃশ্যমান হয়েছে। আমাদের জননেত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে তার সকল প্রচেষ্টা অব্যাহত। শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ সমৃদ্ধশালী দেশে পরিণত হয়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধায় ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের মানিককোনা এলাকায় শেখ হাসিনা সরকারের উন্নয়নের বার্তা গ্রামীণ জনসাধারণের মাঝে পৌঁছে দেয়ার লক্ষ্যে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
ডা. দুলাল বলেন, দীর্ঘ ৩২ বছর যাবত সরকারি চাকুরী করেছি। সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণালয়ে কাজের বাস্তব অভিজ্ঞতা রয়েছে আমার। সুদীর্ঘদিন যাবত আমি আমার এলাকার মানুষের সুখে-দু:খে পাশে থাকার চেষ্টা করি। দীর্ঘদিনের যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতেই আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে আমার দল বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। আমি বিশ্বাস করি, আমার দলের সভানেত্রী আমাকে মূল্যায়ন করবেন।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মুমিনুল হাসানের সঞ্চালনায় আয়োজিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা মিসবাহ উদ্দিন হিরু।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য নজমুল ইসলাম।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আজম আলী, কাদির আহমদ বদলা, আওয়ামী লীগ নেতা ইসলাম উদ্দিন, আব্দুল মিয়া, হিরা মিয়া, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য সেহান উদ্দিন সেজু প্রমুখ।