BD SYLHET NEWS
সিলেটশনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১০:৩৩
আজকের সর্বশেষ সবখবর

প্রাক্তনকে মাফ করার দিন আজ


অক্টোবর ১৭, ২০২৩ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

লাইফস্টাইল ডেস্ক : ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রাখতে নানা ধরনের পদক্ষেপ নেন কমবেশি সবাই। তবে বিভিন্ন কারণে তা টিকিয়ে রাখা হয়তো সম্ভব হয় না। একসঙ্গে দেখা স্বপ্ন কিংবা সংসার ভেঙে যায় মুহূর্তেই, যা কারও কাম্য নয়।

তবে এখনো কি অতীতের ভেঙে যাওয়া সম্পর্ক নিয়ে প্রাক্তনকে দোষারোপ করছেন? কিংবা তার ওপর রেগে আছেন? যদি এমনই হয়, তাহলে ভুল করছেন! যদি এখনো প্রাক্তনের ভুল ক্ষমা না করেন, তাহলে আজ তাকে মাফ করে দিন।

অবাক হচ্ছেন নিশ্চয়ই! কারণ আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন। প্রতি বছর ১৭ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয় প্রাক্তনকে ক্ষমা করে দেওয়ার দিবসটি।

যদিও এ দিবসের আনুষ্ঠানিক কোনো স্বীকৃতি নেই। তারপরও দিবসটি পালনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এ বিষয়ে বিভিন্ন মন্তব্য পোস্ট করেন।

প্রেমের সম্পর্ক নানা কারণেই ভেঙে যেতে পারে। তবে সবার মনে কমবেশি প্রাক্তনকে ঘিরে রাগ, ক্ষোভ, অভিমান বা প্রতিহিংসা থেকেই যায়।

এ অভিযোগ ও ঘৃণা মন থেকে দ্রুত মুছে ফেলা সহজ না হলেও তা করা জরুরি। এ কারণেই দিবসটির আবির্ভাব। যদিও এর আগে কখনও এ দিবসের কথা শোনা যায়নি।

জানা যায়, দিবসটির জন্ম হয়েছে ইন্টারনেট থেকেই। ২০১৮ সালে যাত্রা শুরু হয় ‘ইন্টারন্যাশনাল ফরগিভ অ্যান এক্স ডে’।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।