বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৬:৩১ পূর্বাহ্ন

শিরোনাম ::
সিলেটে তৃণমূল বিএনপির ১৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ শিক্ষাক্রম নিয়ে ফেসবুকে সমালোচনা, ৪ শিক্ষক গ্রেফতার জামালগঞ্জে নিষিদ্ধ জাল পুড়ালো উপজেলা প্রশাসন সিলেটে মাদক মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: শফিক চৌধুরী লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৪৩ বাংলাদেশি সুনামগঞ্জে স্ত্রীকে খুনের দায়ে স্বামীর মৃত্যুদণ্ড আ. লীগ আবারও বিজয়ী হয়ে সরকার গঠন করবে: আশাবাদী পররাষ্ট্রমন্ত্রী বুধ ও বৃহস্পতিবার অবরোধ, হরতাল সফলে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল সিলেটে বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষাবৃত্তি চেক বিতরণ সম্পন্ন শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন সিলেট বিভাগের উদ্যোগে শুভ নবান্ন উৎসব ১লা ডিসেম্বর হবিগঞ্জে চলন্ত ট্রাকে আগুন দিলো দুর্বৃত্তরা সুনামগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হবেন সেলিম আহমেদ মোমেনের সঙ্গে প্রার্থী হচ্ছেন মিসবাহ দুই ম্যাচের দায়িত্ব পেয়ে ‘ধোনি’র মতো অধিনায়ক হতে চান শান্ত




চোট নিয়েই ভারতের বিপক্ষে খেলতে চান সাকিব

shakib 29 samakal 652d372491c9b - BD Sylhet News




স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে হারের দিন বড় দুশ্চিন্তা ভর করে বাংলাদেশ শিবিরে। ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়েন টাইগার কাপ্তান সাকিব আল হাসান। টিভিতে দেখেই বোঝা যাচ্ছিল, অস্বস্তিতে ভুগছেন বাংলাদেশ অধিনায়ক। ম্যাচ শেষে তাই তাকে নেয়া হয় হাসপাতালে। পরীক্ষা-নিরীক্ষার পরে জানা যায় ব্যাটিংয়ের সময় বাঁ উরুর মাংসপেশিতে টান খাওয়ায় অস্বস্তিতে পড়েন সাকিব।

নিউজিল্যান্ড ম্যাচের পর চলতি বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে বৃহস্পতিবার ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। সেই ম্যাচে সাকিবের খেলা নিয়ে এখনও রয়েছে অনিশ্চয়তা। বিসিবির টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, সাকিবকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট।

সোমবার পুনেতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে খালেদ মাহমুদ সুজন জানান, ধীরে ধীরে হাঁটা ও মাঠে দৌড়ানোর মধ্যে পার্থক্য আছে। যেহেতু সে গত ম্যাচে রান নিতে গিয়েই ব্যথাটা পেয়েছে। কালকে হয়ত এটা দেখবে। চোট পাওয়ার পরেও ব্যাটিং করেছে, ১০ ওভারের কোটার বোলিংও করেছে। যদি সে নিজেকে কম্ফোর্টেবল মনে করে তাহলে খেলবে। সাকিব চাইছে খেলতে। আমরা চাই না (তাকে নিয়ে ঝুঁকি নিতে)। এটা ডিপেন্ড করে ওর শতভাগ ফিটনেসের ওপর।’

সাকিব নিজে খেলতে ইচ্ছুক বলেই জানালেন খালেদ মাহমুদ। এমনকি শতভাগ ফিট না হলেও তিনি যদি খেলার মতো অবস্থায় থাকেন, তাহলেও তাকে মাঠে নামানো হতে পারে। সুজন বলেন, ‘যেহেতু টিয়ারের ব্যাপার, ব্যথা থাকতেই পারে। মাসলে যেহেতু চোট পেয়েছে, টিয়ার থাকবেই। কতটা রিকভারি হয়েছে, এটা দেখতে হবে। এই ধরনের চোটে হাঁটলেও ব্যথা হয়। সাকিবের সেরকম কিছুই নেই। এজন্য আমরা আশাবাদী।’

তিনি আরও বলেন, ‘টুর্নামেন্টের ছয়টা ম্যাচ বাকি আছে আমরা চাই না একটা ম্যাচ খেলে পুরো টুর্নামেন্ট মিস করুক। ডাক্তার-ফিজিওদের ওপর এটা নির্ভর করছে। কোচের মতামতের ব্যাপার না এটা। আমরা চাই না যে এটা খেলে সাকিবের ক্যারিয়ারের জন্য সমস্যা হোক বা লম্বা সময়ের জন্য বিপদে পড়ুক। আমরা চাই যে সাকিব যদি চায় এবং ফিজিওদের মত থাকে তাহলে সে খেলবে। এই ম্যাচ যদি তাকে ছাড়াই খেলতে হয় তাহলে আমরা খেলব।’

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৩
Design & Developed BY Cloud Service BD