শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৮:৪৪ অপরাহ্ন
বিডিসিলেট ডটকম : সিলেটে বনফুল অ্যান্ড কোম্পানির দুই কর্মচারী খুনের ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামির ফাঁসি ও দু’জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং যাবজ্জীবনপ্রাপ্ত দু’জনকে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১৫ অক্টোবর) সিলেটে অতিরিক্ত মহানগর দায়রা জজ নূরে আলম ভূঁইয়া এ আদেশ দেন। আদালতের অ্যাডিশনাল পিপি জুবায়ের বখত রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন– দক্ষিণ সুরমার শিপন আহমদ, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দুলাল মিয়া ও নগরীর গোয়াবাড়ী এলাকার ভোলা মিয়ার ছেলে উজ্জ্বল। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন নগরীর কানিশাইল এলাকার নজরুল ইসলাম ও সিলেটের গোলাপগঞ্জের শাকিল আহমেদ।
আদালত সূত্রে জানা গেছে, সিলেটের খাদিমনগর বিসিকের বনফুল অ্যান্ড কোম্পানির কারখানা থেকে বাসায় ফেরার পথে ২০১৬ সালের ৮ জানুয়ারি সন্ধ্যায় কর্মচারী রাজু আহমদ, এস এম তাপু মিয়া ও রাসেল আহমদকে ছুরিকাঘাত করে ফেলে যায় দুষ্কৃতকারীরা। তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর রাজু ও তাপুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় নিহত রাজুর বড় ভাই চাঁদপুর হাজীগঞ্জের মাসুদ পারভেজ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে শাহপরান থানায় হত্যা মামলা দায়ের করেন।