মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৫:২৫ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের ২৮৪ রানের জবাবে একশ’ রানের পরে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে গেছে ইংল্যান্ড। দলটির ব্যাটিংয়ের সেরা ভরসা জনি বেয়ারস্টো, জো রুট ও জস বাটলার আউট হয়েছেন।
ইংল্যান্ড ২১ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৮ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা হ্যারি ব্রুক ৪১ রান করেছেন। তার সঙ্গী স্যাম কারেন।
এর আগে জনি বেয়ারস্টো ২ রান করে ফিরেছেন। ডেভিড মালান ৩২ রানের ইনিংস খেলেন। জো রুট ১১ এবং জস বাটলার ৯ রান করেছেন। লিয়াম লিভিংস্টোন করেছেন ১০ রান।
এর আগে আফগানিস্তানের হয়ে রহমানুল্লাহ গুরবাজ ৫৭ বলে ৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। আটটি চার ও চারটি ছক্কা তোলেন এই তরুণ ওপেনার। দলে জায়গা পাওয়া ইকরাম আলী খিল ৬৬ বলে তিন চার ও দুই ছক্কায় করেন ৫৬ রান। এছাড়া ইব্রাহিম জাদরান ২৮, রশিদ খান ২৩ ও মুজিব উর ২৮ রানের ইনিংস খেলেন।