শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ন
আশরাফুল মামুন, মালেশিয়া থেকে : মালয়েশিয়ার কুয়ালালামপুরের উইলায় কমপ্লেক্সের চারটি নাইট ক্লাবে অভিযান চালিয়ে ৩৩ বাংলাদেশি ও একজন পাকিস্তানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটির পুলিশ জানিয়েছে, ওই ক্লাবগুলোতে অশ্লীল নাচ ও অসামাজিক ক্রিয়াকলাপ চলত।
রোববার স্থানীয় সময় রাত পৌনে ৩টায় বুকিত আমানের সিআইডি অ্যান্টি-ট্রাফিকিং ইন পারসন অ্যান্ড অ্যান্টি স্মাগলিং অব মাইগ্রেন্টস ডিভিশন (ডি-৩) এ অভিযান পরিচালনা করে।
বুকিত আমান ডি-৩ প্রধান সহকারী পরিচালক সিনিয়র সহকারী কমিশনার ফাদিল মারসুস বলেন, অভিযানের মূল উদ্দেশ্য সেখানে কেউ মানবপাচারের শিকার হয়েছে কি-না তা খুঁজে বের করা। ৭১ জন বিদেশি পুরুষ এবং আটজন স্থানীয় পুরুষকে পাওয়া যায়, যারা সেখানকার গ্রাহক হিসেবে উপস্থিত ছিল। একই সাথে ৩৪ জন নারীকে পাওয়া যায় যারা নৃত্যশিল্পী হিসেবে কাজ করেছিল।
পরিচালক ফাদিল মারসুস বলেন, ইমিগ্রেশন বিধি ও প্রবিধান লঙ্ঘনের জন্য ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়। যার মধ্যে ৩৩ জন বাংলাদেশি এবং একজন পাকিস্তানি ব্যক্তিকে অভিবাসন আইনের ৬(১)(সি ) এর অধীনে গ্রেপ্তার করা হয়েছে।