শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৮:১৩ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা থেকে ভারতীয় মদসহ দুইজনকে আটক করেছে পুলিশ। রবিবার ভোর রাতে বড়ছড়া শুল্ক ষ্টেশন এলাকা থেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন-উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন বড়ছড়া গ্রামের মৃত রতন রবি দাশের ছেলে সেন্টু রবি দাশ (২০) ও একেই গ্রামের মোঃ রমিজ মিয়ার ছেলে এমরুল মিয়া (২৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিত্বে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজিম উদ্দীনের নিদের্শনায় ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সজিব রায় দেবসহ ফোর্স ধীমান পাল বড়ছড়া এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আনা ভারতীয় অফিসার চয়েজ মদ বিক্রয় করার সময় ২০ বোতল মদসহ তাদের আটক করে। এসময় তাদের সহযোগীরা পালিয়ে যায়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী নাজিম উদ্দীন জানান, বিক্রয় নিষিদ্ধ ভারতীয় অফিসার চয়েজ মদ সহ আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদক নিমূলে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।