বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৭:১৩ পূর্বাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে বাবার ইচ্ছা পূরণ করতে হেলিকপ্টারে চড়ে বিয়ে করলেন লন্ডন প্রবাসী ছেলে।
আজ রবিবার দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী লতিফুর রহমানের বড় ছেলে মোহাম্মদ শাহিনুর রহমান হেলিকপ্টারে চড়ে সিলেটের একটি অভিযাত কনভেনশন হলে বিয়ে করতে যান।
পরে বিকেলে নববধূকে সঙ্গে নিয়ে পুনরায় হেলিকপ্টার যোগে নিজ বাড়িতে ফিরে আসেন প্রবাসী ওই বর। কনে নিশাত তাসনিম হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাজকাশারা গ্রামের মোহাম্মদ আব্দুছ ছবুরের মেয়ে।
এদিকে হেলিকপ্টারে বিয়ের আয়োজনকে ঘিরে স্থানীয় জনসাধারণের মাঝে উৎসবমূখর পরিবেশ বিরাজ করছিল। বিশৃঙ্খলা এড়াতে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থাও করা হয়।
বরের চাচা রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আজমল হোসেন মিটু জানান, ‘তিন ভাই ও দুই বোনের মধ্যে শাহিনুর সবার বড়। তাঁরা সবাই লন্ডন প্রবাসী। তাঁর বাবার ইচ্ছে বড় ছেলের বিয়ের দিনটাকে স্মরণীয় করে রাখবেন। তাই দেশে এসে বিয়ের এ আয়োজন করেন। এছাড়া আমাদের পরিবারেরও আগে থেকেই ইচ্ছে ছিল বিয়ের আয়োজনটা এভাবে করার।’
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘বিশৃঙ্খলা এড়াতে এবং নিরাপত্তা রক্ষায় সেখানে পুলিশ নিয়োজিত করা হয়।