রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৮:২৬ পূর্বাহ্ন
স্থানীয় কবির কবিতায় আবৃত্তি ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর। গতকাল ১৪ অক্টোবর মান দিবস ও মহালয়ার দিনে শনিবার সকাল ১১টায় পুনম কর পূজা’র সঞ্চালনে চৌকিদেখী আনোয়ারা মতিন স্কুল এন্ড কলেজে আবৃত্তি ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিমল করের সভাপতিত্বে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন সহকারী প্রোগ্রামার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের সুভাষ রঞ্জন দাস। প্রধান বক্তা ছিলেন আনোয়ারা মতিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শিশির সরকার। বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড এর কাউন্সিলর বিক্রম কর সম্রাট। ও কবি অমিতা বর্দ্ধন। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পাবেল আহমেদ, নমিতা দেব।
কবির লেখায় আবৃত্তি করেন মুক্তাক্ষর ও আনোয়ারা মতিন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। অনুষ্ঠানের মধ্যখানে দোলনচাঁপা কাব্য গ্রন্থের শতবর্ষ উদযাপনে চিত্রাঙ্কন প্রতিযোগিতার প্রতিযোগিদের পুরস্কার প্রদান করা হয়। ১ম স্থানের পুরস্কার গ্রহণ করেন অরুনাভ কর অভ্র, ২য় স্থানের পুরস্কার গ্রহণ করেন স্বর্ণালি বিশ্বাস ও ৩য় স্থানের পুরস্কার গ্রহণ করেন সপ্তক রায় স্রোত।
সব শেষে লাভলী দেব ইতি’র সংগীত পরিবেশের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।