রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০৯:২১ অপরাহ্ন
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দল মোল্লারগাও ইউনিয়ন শাখার কর্মীসভা ও তথ্য উপাত্ত ফরম বিতরণ কার্যক্রম শুক্রবার (১৩ অক্টোবর) স্থানীয় বিএনপি নেতা সোনাহর আলী সোহেলের বাড়িতে অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালিক মল্লিক এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ নুরুল আমিন এর পরিচালনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল, প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শাকিল মুর্শেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলী মোঃ নুরুল হুদা দিপু, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, জাহাঙ্গীর মিয়া, জেলা আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম রুহুল, কয়েছ আহমদ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন মোল্লারগাও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমদ ইমরান, সিনিয়র সহসভাপতি আফরোজ আলী, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক সোনাহর আলী সোহেল, সহসভাপতি আবুল বাশার, প্রচার সম্পাদক আবুল কালাম, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত খান, মদন মোহন বিশ্ব বিদ্যালয় ও কলেজ ছাত্রদল নেতা শেখ নাদিম উদ্দিন। সভায় আরো উপস্থিতি ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হোসাইন আহমদ তালুকদার, ইমন আহমদ, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত মুকুল, শাহেদ আহমদ, মনোয়ার হোসেন মনু, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা হিরন মিয়া, বাবলা মিয়া, এলাইছ মিয়া, শহীদুল ইসলাম, জয়নাল আবেদীন, জিল্লুর রহমান, মামুন আহমদ, জাহেদ আহমদ, মিরাজ হুসেইন মামুন, আব্দুল্লাহ আল মামুন, মারুফ আহমদ প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা এনাম আহমদ।