রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৭:৫৭ পূর্বাহ্ন
বিডিসিলেট ডটকম : ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘর্ষ বাংলাদেশে কোনো প্রভাব ফেলবে না।
শুক্রবার (১২ অক্টোবর) দুপুরে সিলেটের শিবের বাজার জিসি-কোম্পানীগঞ্জ সড়কের কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইসরায়েলকে আমরা স্বীকৃতি দিইনি। চলমান সংঘর্ষের কারণে পুরো বিশ্ব ধাক্কা খাবে। সেই ধাক্কায় কিছু অসুবিধা হতে পারে। আমরা সবসময় ফিলিস্তিনের পক্ষে রয়েছি। আমরা সবসময় শান্তি চাই। ফিলিস্তিন-ইসরায়েল দুটি আলাদা রাজ্য না হলে সেখানে শান্তি আসবে না।’
হাঁটখলা ইউনিয়নের চেয়ারম্যান রফিকুর জাম্মানের সভাপতিত্ব উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন নাসরিন আক্তার, এলজিডির নির্বাহী প্রকৌশলী, জালালাবাদ থানার ওসি সাইফুল ইসলাম রুকন, উপজেলা ইঞ্জিনিয়ার আসানুজ্জামান প্রমুখ।
এসময় প্রায় ১০ কোটি টাকা ব্যায়ে জিসি-কোম্পানিগঞ্জ সড়কে সাড়ে ৬ কিলোমিটার রাস্তার উদ্বোধন উদ্বোধন করা হয়।