রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন
সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নির্বাচন কমিশন বাতিল, নির্দলীয় তদারকির অধীনে নির্বাচন ও সংখ্যানুপাতিক ব্যবস্হা প্রবর্তনের দাবিতে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে আগামী ১৩ অক্টোবর শুক্রবার বিকাল চারটায় সিলেট রেজিষ্ট্রারি মাঠ থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা অনুষ্ঠিত হবে।
অদ্য ১২অক্টোবর গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে, বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা পরিচালনা কমিটির সমন্বয়ক ও সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাসান, সিপিবি জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাসদ(মার্কসবাদী) জেলা আহ্বায়ক উজ্জল রায়,বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সভাপতি সিরাজ আহমদ, বাসদ(মার্কসবাদী) জেলা সদস্য এড, হুমায়ূন রশীদ শোয়েব, বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, বিপ্লবী কমিউনিস্ট লীগের ডাঃ হরিধন দাশ, আগামী কাল ১৩অক্টোবর শুক্রবার পদযাত্রা কর্মসূচি সফল করার জন্য জোটের সর্বস্তরের নেতাকর্মী ও গণতান্ত্রিক চিন্তাধারা মানুষের প্রতি আহ্বান জানান।