শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৯:০৯ অপরাহ্ন

শিরোনাম ::
আমেরিকায় সড়ক দুর্ঘটনায় ছাতকের বাবা-ছেলে নিহত গ্রেফতার – ২, পূজামণ্ডপে ইসলামী সংগীত পরিবেশ ৬ মাসে কুরআন হাফেজ হলেন ইমদাদুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন চার পরিচালক নিয়োগ বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সেই পঁচাত্তর পরবর্তী পরিস্থিতিই ফিরে এসেছে আওয়ামী লীগে গাজায় স্কুলে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ২৮ মুলতানে অবিশ্বাস্য হারের পথে পাকিস্তান! ভিটামিন বি ১২ কেন গুরুত্বপূর্ণ শ্রীমঙ্গলে রিসোর্ট থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার সিলেটে বিজিবি’র অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ কোনো ভাঙনই সুখের নয়: শাকিব খান যেভাবে লুকিয়ে অন্যের ইনস্টাগ্রাম স্টোরি দেখবেন সাতদিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৫০ বাংলাদেশি




প্যারাগুয়ের বিপক্ষে অনিশ্চিত মেসি

messi schaloni samakal 6527f418f3286 - BD Sylhet News




স্পোর্টস ডেস্ক : দুই সপ্তাহ পর পেশির চোট কাটিয়ে ইন্টার মায়ামির হয়ে মাঠে ফিরেছিলেন লিওনেল মেসি। তবে বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনা অধিনায়কের খেলা নিয়ে ধোঁয়াশায় আলবেলিস্তেরা। নিশ্চিত করে কিছু বলতেও পারলেন না আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

লাতিন আমেরিকা অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে আগামীকাল শুক্রবার ঘরের মাঠে খেলবে আর্জেন্টিনা। বুয়েনস এরেসের এস্তাদিও মাস মনুমেন্টালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর পাঁচটায়।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মেসির বিষয়ে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেছেন, ‘তার পরিস্থিতি বোঝার জন্য বাকি থাকা আরেকটি অনুশীলন সেশন গুরুত্বপূর্ণ। আমি তার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিব যে সে শুরু থেকে খেলবে কিনা। এসবের আগে আমাকে তার সঙ্গে কথা বলে নিতে হবে। আমাকে এটাও নিশ্চিত হতে হবে যে সে ম্যাচের শুরু থেকে খেলতে পারবে কিনা।’

গত মাসে আর্জেন্টিনার হয়ে ইকুয়েডরের বিপক্ষে খেলতে গিয়ে চোট পান মেসি। ফলে পরের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে খেলেননি তিনি। এরপর ইন্টার মায়ামির হয়ে খেলতে গিয়ে আবার চোট পান মেসি। ৩৭ মিনিটেই মাঠ ছাড়েন। এরপর থেকে আর মাঠে নামেননি মেসি। তবে তার মধ্যেই আর্জেন্টিনার শিবিরে যোগ দিয়েছেন মেসি। দলের অনুশীলনেও দেখা গিয়েছে তাকে।

মেসি না খেললে প্যারাগুয়ের বিপক্ষে জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজ জুটিকে আর্জেন্টিনার আক্রমণে দেখা যেতে পারে। স্কালোনি চান, দলের সবাই দায়িত্ব নিয়ে খেলুক। তিনি বলেন, ‘দলগত ফুটবল খেলে আমরা বিশ্বচ্যাম্পিয়ন হয়েছি। এই দলের সবাই ভাল ফুটবলার। লিওকে ছাড়াও জিততে পারি আমরা।’

প্যারাগুয়ে ম্যাচের চারদিন পর পেরুর মুখোমুখি হবে আর্জেন্টিনা। মেসিকে নিয়ে ওই ম্যাচটিও মাথায় রাখতে হচ্ছে স্কালোনিকে। আর্জেন্টিনা কোচ বলেন, ‘সে (মেসি) প্যারাগুয়ের বিপক্ষে হয়তো ৮০ মিনিট খেলতে পারে এবং পেরুর বিপক্ষে নাও খেলতে পারে। আবার সে হয়তো দুটি ম্যাচেই খেলতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় হলো সে স্বস্তি অনুভব করছে কিনা। তবে আমরা নির্ভার আছি। কারণ সে যদি ফিট না থাকে, তার জায়গায় যে খেলবে সেও ভালো করবে।’

দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকার দুইয়ে আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে অবস্থান করছে ব্রাজিল। ছয় নম্বরে থাকা প্যারাগুয়ের অর্জন ২ ম্যাচে ১ পয়েন্ট।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৪
Design & Developed BY Cloud Service BD