রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন
বিডিসিলেট ডেস্ক : বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব ডা: এহতেশামুল হক চৌধুরী দুলাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন শিক্ষার্থীদের শতভাগ শিক্ষিত করতে পারলে আমরা একটি শিক্ষিত জাতি উপহার দিতে পারবো। স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষিত জাতি গঠনের বিকল্প নেই। তিনি আরো বলেন আজকের শিক্ষার্থী আগামী দিনে ভবিষ্যৎ। সরকারের পাশাপাশি বেসরকারীভাবে আফজাল-ফয়সল এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাষ্ট এর মতো সবাইকে শিক্ষার্থীদের পাশে এগিয়ে আসার আহবান জানান।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) হলরুমে দুপুরে পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ে গভর্নিং কমিটির সভাপতি ও সিলেট সিটি কর্পোরশেনের ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মখলিছুর রহমান কামরান এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক শম্ভু কুমার নন্দীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল উদ্দিন।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরশেনের ৮নং নবনির্বাচিত কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি জগদীশ চন্দ্র দাস, আফজাল-ফয়সল এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাষ্টের সভাপতি জুনেল আহমদ, মার্কেন্টাইল ব্যাংক এর ভাইস প্রেসিডেন্ট দেবজ্যোতি মজুমদার রতন,পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ে গভর্নিং কমিটির সদস্য মাওলানা আব্দুর রশিদ, উপরপাড়া মাদরাসার শিক্ষক আবু জাবের বাবর। আরও বক্তব্য রাখেন ট্রাষ্ট এর সদস্য শাফায়েত খান, ট্রাষ্ট এর যুগ্ন সম্পাদক আজিজ খান সজিব।
অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন পাঠানটুলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাহেদ আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী নুরল ইসলাম নুর, বিশিষ্ট ব্যবসায়ী সুজন আহমেদ, আফজাল ফয়সল এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের সহ-সভাপতি মো. রেজাউল কবির, রাশেদ আহমেদ, বশির খান লাল।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অত্র স্কুলের ৮ম শ্রেনীর ক শাখার ছাত্র আরিফ বিল্লাহ, গীতা পাঠ করেন ৯ম শ্রেনীর ক শাখার ছাত্র পৌষী দাস।
২৪ জন মেধাবী কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ২৪ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ১৪ জন পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং ১০ জন গুয়াবাড়ি মাদ্রাসা এবং উপর পাড়া মাদ্রাসার শিক্ষার্থী।