রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন

শিরোনাম ::
সুদের টাকা দিয়ে ট্যাক্স আদায় করা যাবে কি? সুনামগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুর আটক বিপিএলে প্লে-অফ খেলতে কোন দলের সামনে কী সমীকরণ পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সিরিজের মাঝপথে ছিটকে গেলেন দুই ভারতীয় তারকা ৮ জেলায় শৈত্যপ্রবাহ, রয়েছে বৃষ্টির আভাস আমিরাতে রোববার রাতে শবে মেরাজ সুদানে হাসপাতালে ভয়াবহ ড্রোন হামলায় নিহত ৬৭ দেশের প্রথম সেনাপ্রধান কে এম সফিউল্লাহ আর নেই মায়ের সামনে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে ছেলেকে নি’র্যা’ত’ন সিলেটে গাড়ির মালিককে ছিনতাইকারী সাজিয়ে গ্রে’ফ’তা’র ৬ দিন থেকে কলেজছাত্রী নি*খোঁ*জ! সুনামগঞ্জে মাদক কারবারি গ্রেফতার হবিগঞ্জে গাড়ি আটকিয়ে ডাকাতির চেষ্টা, আটক ৩ ডেনমার্কে প্রথমবারের মতো কোরআন অবমাননায় মামলা




রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

WhatsApp Image 2023 10 10 at 7.49.56 PM 1 - BD Sylhet News




রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) দাড়িয়াপাড়াস্থ রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আফসার আজিজ এর সভাপতিত্বে ও সহাকারী শিক্ষক তাহমিনা আক্তার, মাধবী চক্রবর্ত্তী ও দ্বীপ দাস এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এড.নাসির উদ্দিন খান।

প্রধান অতিথি বিদ্যালয় প্রাঙ্গনে পৌঁছালে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইয়াস্ক্রীন আল গিফারী রাইসা ফুলের তোড়া দিয়ে অতিথিকে বরণ করে নেয়। সাথে সাথে বিদ্যালয়ের চৌকস বি.এন.সি.সি ক্যাডেট দল গার্ড অব অনার এর মাধ্যমে প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে মঞ্চের দিকে এগিয়ে নেয় এবং যাবতীয় শৃঙ্খলা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে বিদ্যালয়ের চৌকস স্কাউট দল।

অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মানবিক অনুষদ, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডীন ও বরেণ্য শিক্ষাবিদ ড. আবুল ফতেহ ফাত্তাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির খান, মঈনুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের পধোন শিক্ষক শাহনাজ বেগমসহ সবাইকে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা ফুল দিয়ে বরণ করে নেয়।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে নবম শ্রেণির শিক্ষার্থী মো: নাফিছুল ইসলাম এবং পবিত্র গীতা পাঠ করে ৮ম শ্রেনির শিক্ষার্থী প্রিয়া রাণী রায়। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিকুল আলম রফিক। মানপত্র পাঠ করে ৮ম শ্রেণির শিক্ষার্থী অর্ঘ্য দাস এবং ৭ম শ্রেণির শিক্ষার্থী ইশারা দেবনাথ।

প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক। প্রধান বক্তা ড. আবুল ফতেহ ফাত্তাহকে ক্রেস্ট প্রদান করেন সহকারী প্রধান শিক্ষক অসীম রঞ্জন তালুকদার ও সিনিয়র শিক্ষক আ.ক.ম আব্দুজ জাহির। বিশেষ অতিথি কবির খানকে ক্রেস্ট তুলে দেন সিনিয়র শিক্ষক মো: আব্দুল মতিন ও জীবন চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানে ২০২৩ সালে এ+ প্রাপ্ত ১৫ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়। তাছাড়া ২০২৩ সালের ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো: সামছুল হক, তপু বিশ্বাস, এহসানুল হক জালাল, মো: আব্দুল হাফিজ, সহকারী শিক্ষকবৃন্দের মধ্যে মাহবুবা নাসরিন, দীপিকা রাণী রায়, সুফিয়া আক্তার, নার্গিস বেগম, জাহানারা বেগম, পাপ্পী রাণী চন্দ, আয়েশা খাতুন, ফারুক আহমেদ, সুবল সূত্রধর, সরকারি টি.টি কলেজের প্রশিক্ষণার্থী শিক্ষক আজিজা খাতুন, মোসাব্বির আহমদ নাঈম, সালমা বেগম, সোমা বেগম, নিহাস মতিন, লাভলী আক্তার, ইমদাদ আহমদ, বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর মো: নূরুল আমীন সহ কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। সভার শেষে অনুষ্ঠানের সভাপতি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৪
Design & Developed BY Cloud Service BD