মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৬ পূর্বাহ্ন
বিডি সিলেট ডেস্ক:: সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীর ভাতিজির জামাতা, সিলেট প্লাজা মার্কেটের ব্যবসায়ী, ২০০৭ সালের ১৪ মে আলোচিত ওয়ান ইলেভেনের সময় বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে কারা নির্যাতিত মেজরটিলা ইসলামপুর নিবাসী কামরুল ইসলাম খোকন গত শুক্রবার দিবাগত রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।