বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৮:০৭ পূর্বাহ্ন

শিরোনাম ::
সিলেটে তৃণমূল বিএনপির ১৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ শিক্ষাক্রম নিয়ে ফেসবুকে সমালোচনা, ৪ শিক্ষক গ্রেফতার জামালগঞ্জে নিষিদ্ধ জাল পুড়ালো উপজেলা প্রশাসন সিলেটে মাদক মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: শফিক চৌধুরী লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৪৩ বাংলাদেশি সুনামগঞ্জে স্ত্রীকে খুনের দায়ে স্বামীর মৃত্যুদণ্ড আ. লীগ আবারও বিজয়ী হয়ে সরকার গঠন করবে: আশাবাদী পররাষ্ট্রমন্ত্রী বুধ ও বৃহস্পতিবার অবরোধ, হরতাল সফলে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল সিলেটে বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষাবৃত্তি চেক বিতরণ সম্পন্ন শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন সিলেট বিভাগের উদ্যোগে শুভ নবান্ন উৎসব ১লা ডিসেম্বর হবিগঞ্জে চলন্ত ট্রাকে আগুন দিলো দুর্বৃত্তরা সুনামগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হবেন সেলিম আহমেদ মোমেনের সঙ্গে প্রার্থী হচ্ছেন মিসবাহ দুই ম্যাচের দায়িত্ব পেয়ে ‘ধোনি’র মতো অধিনায়ক হতে চান শান্ত




একাদশে বোলার ঢুকলে বাদ পড়বেন কে?

banladesh team samakal 65241396624f2 - BD Sylhet News




স্পোর্টস ডেস্ক : ভারতের সবচেয়ে বাউন্সি উইকেটগুলোর একটি ধর্মশালা। উইকেটে বাউন্স থাকায় সহজে বল ব্যাটে আসে। বাউন্ডারি লাইন ছোট হওয়ায় বড় রানের সম্ভাবনাও থাকে। তবে স্পিন দিয়ে ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে বাজিমাত করেছে বাংলাদেশ। ওই ম্যাচে একাদশে নিয়মিত বোলার ছিলেন পাঁচজন।

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে বড় ম্যাচে পাঁচ বোলার নিয়ে নামার সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট। ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ ও শক্তি দুর্বলতা বিবেচনা করে একাদশে একজন বাড়তি স্পিনার ঢুকতে পারেন। একাদশে চার পেসারও থাকতে পারে। যদিও ওই সম্ভাবনা কম।

ইংল্যান্ডের বিপক্ষে একাদশে বাড়তি একজন বোলার ঢুকলে অবধারিতভাবে একাদশে পরিবর্তন আসবে। ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপে টপ অর্ডারের পাঁচ ব্যাটারের চারজন ডানহাতি। বিষয়টি পর্যালোচনা করে বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ ঢুকতে পারেন একাদশে। অবশ্য টাইট বোলিং করতে পারা শেখ মাহেদীর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সেক্ষেত্রে আফগানদের বিপক্ষে জয় পাওয়া ম্যাচের একাদশে থাকা একজনকে বাদ পড়তে হবে। কমবে একজন ব্যাটার। কে হবেন সেই ব্যাটার? ১৫জন নিয়ে বিশ্বকাপে যাওয়া বাংলাদেশ দলের বেশ ক’জন ক্রিকেটারের একাদশে জায়গা পাকা।

ওই হিসেবে তরুণ ওপেনার তানজিদ তামিমকে বিশ্রাম দেওয়া হতে পারে। যদিও প্রস্তুতি ম্যাচে ভালো কিছুর আশা দিয়েছেন তরুণ তানজিদ। আফগানদের বিপক্ষে রান আউটে কাটা পড়েন তিনি। তাকে বেঞ্চে রাখলে দারুণ ছন্দে থাকা মেহেদী মিরাজকে ওপেনিংয়ে খেলানো হতে পারে।

অন্য অপশনটি মাহমুদউল্লাহ রিয়াদ। অভিজ্ঞ এই ক্রিকেটার এশিয়া কাপের দল থেকে বাদ পড়লেও বিশ্বকাপ দলে আছেন। ছিলেন আফগানদের বিপক্ষে ম্যাচের একাদশেও। তাকে অষ্টম ব্যাটার হিসেবে একাদশে রাখা হয়েছিল। মিডল থেকে লোয়ারে নেমে যাওয়া রিয়াদেরই ইংল্যান্ডের বিপক্ষে বাদ পড়ার সম্ভাবনা বেশি।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, তানজিদ তামিম, নাজমুল শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মেহেদী মিরাজ, মাহমুদউল্লাহ/নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৩
Design & Developed BY Cloud Service BD