BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৮:৪৫
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক


অক্টোবর ৯, ২০২৩ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের গাঁজা ও গাঁজা পরিবহন কাজে নিয়োজিত ১টি প্লাটিনা মোটরসাইকেলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সুনামগঞ্জ গোয়েন্দা পুলিশ। সোমবার বিকেলে সদর উপজেলার গৌরারং ইউপির লালপুর বাজার সংলগ্ন চাঁনপুর গ্রাম থেকে আটক করা হয়।

আটক জুবাঈদ (২২) বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চালবন গ্রামের মোঃ হারুন মিয়ার ছেলে।

সুনামগঞ্জ গোয়েন্দা পুলিশ জানায়, উপজেলার গৌরারং ইউপির লালপুর বাজার সংলগ্ন চাঁনপুর গ্রাম গোপন সংবাদের ভিত্তিত্বে সুনামগঞ্জ গোয়েন্দা পুলিশ ওসি নন্দন কান্তি ধরের নিদের্শনায় এসআই পলাশ চৌধুরী দিপন, এএসআই মোঃ শরীফ মিয়া,কনেষ্টবল আদিল মাহমুদ, দীপক মুস্তা বিশেষ অভিযান পরিচালনা করে এক কেজি পাঁচশত গ্রাম গাঁজা(যাহার বাজার মূল্য ৩৭,৫০০ টাকা ও গাঁজা পরিবহন কাজে নিয়োজিত একটি প্লাটিনা মোটরসাইকেল যাহার মূল্য এক লক্ষ দশ হাজার টাকা)সহ তাকে আটক করেন।

সুনামগঞ্জ গোয়েন্দা পুলিশ ওসি নন্দন কান্তি ধর এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। যুব সমাজ রক্ষায় ও মাদক নিমূলে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এই বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।