বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৮:০৯ পূর্বাহ্ন

শিরোনাম ::
সিলেটে তৃণমূল বিএনপির ১৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ শিক্ষাক্রম নিয়ে ফেসবুকে সমালোচনা, ৪ শিক্ষক গ্রেফতার জামালগঞ্জে নিষিদ্ধ জাল পুড়ালো উপজেলা প্রশাসন সিলেটে মাদক মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: শফিক চৌধুরী লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৪৩ বাংলাদেশি সুনামগঞ্জে স্ত্রীকে খুনের দায়ে স্বামীর মৃত্যুদণ্ড আ. লীগ আবারও বিজয়ী হয়ে সরকার গঠন করবে: আশাবাদী পররাষ্ট্রমন্ত্রী বুধ ও বৃহস্পতিবার অবরোধ, হরতাল সফলে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল সিলেটে বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষাবৃত্তি চেক বিতরণ সম্পন্ন শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন সিলেট বিভাগের উদ্যোগে শুভ নবান্ন উৎসব ১লা ডিসেম্বর হবিগঞ্জে চলন্ত ট্রাকে আগুন দিলো দুর্বৃত্তরা সুনামগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হবেন সেলিম আহমেদ মোমেনের সঙ্গে প্রার্থী হচ্ছেন মিসবাহ দুই ম্যাচের দায়িত্ব পেয়ে ‘ধোনি’র মতো অধিনায়ক হতে চান শান্ত




সিলেটে ৬টি ওয়ার্ডে কমিটি ঘোষণার ২৪ ঘণ্টার মাথায় স্থগিত

CompressJPEG.Online 1 150kb 7031 - BD Sylhet News




সিলেটে নগরীর ছয়টি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি ঘোষণা করার ২৪ ঘণ্টার মাথায় তা স্থগিত ঘোষণা করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টায় বিষয়টি নিশ্চিত করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন।

তিনি বলেন, ‘নেত্রীর আদেশ শিরোধার্য। তার আদেশ অমান্য করার প্রশ্নই আসে না। বিষয়টি আমাদের জানা ছিল না। কেন্দ্র থেকে জানানোর সঙ্গে সঙ্গে আমরা স্থগিত করেছি।’

দলীয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েক মাস আগে ঘোষণা দিয়েছেন-নির্বাচনের আগে আর কোনো সাংগঠনিক কমিটি ঘোষণা না করতে। কিন্তু প্রধানমন্ত্রীর সেই নির্দেশনা ‘উপেক্ষা’ করে শুক্রবার সিলেট মহানগর আওয়ামী লীগের আওতাধীন ২৮,২৯, ৩০,৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের নাম ঘোষণা করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন।

এরপর থেকেই দলীয় নেতা-কর্মীদের মধ্যে আলোচনা সমালোচনা শুরু হয় এবং আওয়ামী লীগের হাইকমান্ড ক্ষুব্ধ হন। পরে তড়িঘড়ি করে এই ছয়টি কমিটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

শনিবার সন্ধ্যায় মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান এক বিজ্ঞপ্তিতে জানান, সিলেট মহানগর আওয়ামী লীগের আওতাধীন নবগঠিত ১৫টি ওয়ার্ডের কমিটি গঠনের জন্য বিগত দিনে জীবন বৃত্তান্ত আহ্বান করা হয়েছিল। এসব দাখিলকৃত ব্যক্তিবর্গের জীবন বৃত্তান্ত যাচাই-বাছাই শেষে ওয়ার্ড কমিটি গঠন প্রক্রিয়া শুরু হয়।

গত শুক্রবার ছয়টি ওয়ার্ডের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ইতিমধ্যে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিষয়ে অবগত হওয়ায় ঘোষিত ওই ছয়টি ওয়ার্ডসহ অবশিষ্ট ৯টি ওয়ার্ড কমিটির গঠন প্রক্রিয়া আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত স্থগিত ঘোষণা করা হলো। মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনের নির্দেশে এই বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৩
Design & Developed BY Cloud Service BD