বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৪ পূর্বাহ্ন

শিরোনাম ::
আমাদের সফল হতেই হবে : জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া আটক জনতার পুলিশ হিসেবে কাজ করে যেতে চাই:- এসএমপি পুলিশ কমিশনার মোদিকে কটাক্ষ করা মালদ্বীপের দুই মন্ত্রীর পদত্যাগ বোনের বিয়েতে সাই পল্লবীর নাচ, মুগ্ধ ভক্তরা মাধবপুরে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার বন্ধ করে দেওয়া হয়েছে সব ‘আয়নাঘর’: ড. ইউনূস সংস্কারের জন্য ছয় বিশিষ্টজনের নেতৃত্বে ছয় কমিশন: ড. ইউনূস তিন সপ্তাহের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: জ্বালানি উপদেষ্টা ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা দোয়ারাবাজার সীমান্তে ২৭৫ কেজি ইলিশ জব্দ যেসব বিদেশি নেতা ভারতে রাজনৈতিক আশ্রয় পেয়েছিলেন সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু সিলেট অনলাইন প্রেসক্লাবের নতুন সদস্য পদে দরখাস্ত আহ্বান দিনে কত সময় স্বামী-স্ত্রীর একসঙ্গে কাটানো উচিত?




একটানা অফিসে বসে কাজ করলে যে ঝুঁকি বাড়ে

sit 3 20231007160020 - BD Sylhet News




লাইফস্টাইল ডেস্ক : যারা অফিসে কাজ করেন, বেশিরভাগেরই একটানা বসে থাকতে হয়। আরামের এই কাজই আপনার জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। অনেক সময় তিন-চার ঘণ্টাও টানা বসে থাকেন অনেকে। এতে তখন হয়তো কোনো সমস্যা দেখা দেয় না, কিন্তু একটু বয়স বাড়তে শুরু করলেই পড়তে হতে পারে মুশকিলে। ডিমেনশিয়ার পেছনে একটানা বসে কাজ করার ভূমিকা রয়েছে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

সম্প্রতি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় মিলেছে বিস্ময়কর তথ্য। বয়স ৬০-এর বেশি এমন প্রায় ৫০ হাজার মানুষের তথ্য বিশ্লেষণ করা হয়েছে‌। তাতে দেখা গিয়েছে, একটানা বসে থেকে কাজ করার সঙ্গে রয়েছে ডিমেনশিয়ার যোগসূত্র। তাহলে কি নিয়মিত হাঁটাচলা করলে কি এই ঝুঁকি কমবে? কী বলছেন বিশেষজ্ঞরা?

টানা বসে না থেকে হাঁটাচলা করলেই যে এই ঝুঁকি কমে আসবে সে ব্যাপারেও নিশ্চিত করে কিছু বলতে পারছেন না গবেষকরা। গবেষণায় দেখা গেছে, যেসব ব্যক্তি দিনে ১০ ঘণ্টার বেশি সময় ধরে বসে থাকেন, তাদের ডিমেনশিয়ার হার ৮ শতাংশ বেশি। সাত বছরের মধ্যে এই রোগের ঝুঁকিও অনেকটাই বেড়ে যায়।

এর থেকে বেশি সময় বসে থাকলে ঝুঁকি আরও কয়েকগুণ বেশি। এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, যারা দৈনিক ১২ ঘণ্টা একটানা বসে কাজ করেন, তাদের ডিমেনশিয়ার ঝুঁকি ৬৩ শতাংশ বেশি। সাধারণত অফিসের কাজ করা ছাড়াও টিভির সামনে বসে থাকার মতো কাজেও ঝুঁকি বাড়ে। তাই শুধু অফিসেই নয়, বাড়িতেও টানা বসে কাজ করার অভ্যাস এড়াতে হবে। এতে সুস্থ থাকা সহজ হবে।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৪
Design & Developed BY Cloud Service BD