BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১০:০৮
আজকের সর্বশেষ সবখবর

সাকিব-মিরাজের ঘূর্ণিতে ১৫৬ রানে অলআউট আফগানিস্তান


অক্টোবর ৭, ২০২৩ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক : সাকিব-মিরাজের ঘূর্ণিতে ১৫৬ রানে অলআউট হয়েছে আফগানিস্তান। জবাব দিতে নেমে শুরুতে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। তিনে নামা মেহেদী মিরাজ ও চারে নামা নাজমুল শান্ত ৯৭ রানের জুটি গড়ে ওই ধাক্কা সামলে দেন। পরে ফিফটি করে ফিরেছেন মিরাজ।

বাংলাদেশ ২৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২৬ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা নাজমুল শান্ত ৪৩ রানে খেলছেন। তার সঙ্গী সাকিব আল হাসান। এর আগে লিটন দাস ১৩ রানে বোল্ড হয়েছেন। তরুণ ওপেনার তানজিদ তামিম ৫ রান করে রান আউট হয়েছেন। মিরাজ ৭৩ বলে পাঁচ চারের শটে খেলেছেন ৫৭ রানের ইনিংস।

এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতে চড়াও হন দুই আফগান ওপেনার। পেসাররা সুবিধা করতে না পারায় ইনিংসের সপ্তম ওভারে আক্রমণে আসেন অধিনায়ক সাকিব। এসেই দলকে ব্রেক থ্রু দেন। ইব্রাহিম জাদরানকে তুলে নেন দলের ৪৭ রানে। তিনি খেলেন ২২ রানের ইনিংস। এরপর রহমত শাহকে (১৮) তুলে নেন সাকিব।

দুই উইকেট হারানোর পর দলকে টানছিলেন রহমানুল্লাহ গুরবাজ ও হাসমতউল্লাহ শহীদি। তাকে ১৮ রানে তুলে নেন মিরাজ। এরপর দলীয় ১১২ রানে গুরবাজকে ক্যাচে পরিণত করে মুস্তাফিজ। ৬২ বলে ৪টি চারের সঙ্গে এক ছক্কায় ৪৭ রান করেন তিনি।

আফগানিস্তানের পরের ব্যাটাররা আর সুবিধা করতে পারেননি। শেষ দিকে আজমতুল্লাহ ওমরজাই ২০ বলে চারটি চারে ২২ রান করেন। তাদের মিডল ও লোয়ার মিডলের আর কেউ ১০ রানের ঘরে ঢুকতে পারেননি।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিনটি করে উইকেট নিয়েছেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। দুইটি উইকেট দখল করেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। একটি করে উইকেট নেন পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।