মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম ::
গোলাপগঞ্জে আব্দুল মুতলিব কমপ্লেক্স’র উদ্বোধন যুদ্ধে যেতে চায় না ইউক্রেনের নারী-পুরুষরা সিলেট সিটির প্যানেল মেয়র কামরান-লিপন-শানু সিঙ্গাপুরের জালে বাংলাদেশের ৮ গোল নির্বাচনের আগে একযোগে ৪৭ ইউএনও বদলি কম্পিউটার সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সিলেটে দুই মাদক কারবারীসহ গ্রেফতার ৪ কেমুসাস বইমেলায় ৩য় দিনে বেড়েছে দর্শণার্থী মাধবপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার যাদুকাটা নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবে দুই শ্রমিক নিহত আনোয়ারুজ্জামানের সাথে চীনের রাষ্ট্রদূতের মতবিনিময় ইসির সঙ্গে বৈঠকে ইইউ নির্বাচন বিশেষজ্ঞ দল কাল, পরশুর অবরোধ সফলে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের নতুন কমিটি ঘোষনা গাজী বোরহান উদ্দিন (রহ.) মেধাবৃত্তি পুরস্কার বিতরণ ও সংবর্ধনা




সিলেটে বাসা বাড়িতে পানি, মানুষের দুর্ভোগ চরমে

Screenshot 20231007 100531 Facebook 1 - BD Sylhet News




বিডি সিলেট ডেস্ক::- সিলেটে তিন দিন থেকে বিরতিহীন ভাবে বৃষ্টি ঝরছে। যার ফলে নগরীর বাসাবাড়িতে পানি উঠে গেছে। নির্ঘুম রাত কাটিয়েছেন নগরবাসী। বাসার সামনে রাখা গাড়ি এবং মোটর সাইকেলে বৃষ্টির পানি ঢুকে নষ্ট হয়ে গেছে। অনেকের ব্যবসা প্রতিষ্ঠানেও পানি ঢুকে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বৃষ্টি এখনও অব্যাহত আছে।
ভোর ৫টার দিকে নিজ এলাকায় জলাবদ্ধতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম। তাঁর নিজের বাসাও জলমগ্ন। ভিডিওতে দেখা যায়- ফরহাদ চৌধুরীর বাসার নিচ তলায় পানি থৈ থৈ করছে। আসবাবপত্র অর্ধেক ডুবে আছে পানিতে। নিজ পরিবার এবং এলাকার মানুষের ভোগান্তির কথা তুলে ধরে তিনি লাইভে।

অনুসন্ধানে জানা যায় শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা, কাজলশাহ, শাহজালাল উপশহর, দরগামহল্লা, কালীঘাট, বাগবাড়ি, কানিশাইল, লামাপাড়া, লালা দিঘিরপাড়, মাছুদিঘিরপাড়, বাদামবাগিছা, শাহপরাণ, কুয়ারপাড় উপশহর, সোবহানীঘাট, যতরপুর, শিবগঞ্জ, মাছিমপুর, কামালগড় ও দক্ষিণ সুরমার পিরোজপুরসহ সিলেট নগরের অর্ধেকেরও বেশি এলাকার রাস্তাঘাট তলিয়ে বাসাবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করেছে।

এছাড়া দক্ষিণ সুরমার পিরোজপুর, নগরের তালতলা, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও পানি ঢুকেছে। এইসব এলাকার বাসিন্দারা জানান, পানি ঢুকে ঘরের আসবাবপত্রসহ বেশ কিছু জিনিসপত্র নষ্ট হয়েছে। উপশহর এলাকার অনেক বাসার নিচ তলায় ঢুকে পড়েছে।

মিরাবাজার থেকে সাংবাদিক জাবেদ আহমদ বলেন- নগরীর অধিকাংশ বাসায় পানি ঢুকে পড়েছে। ফলে বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছেন। এইসব মানুষদের শুকনো খাবার এবং বিশুদ্ধ পানির খুবই প্রয়োজন।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৩
Design & Developed BY Cloud Service BD