রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন
বিডি সিলেট:: সিলেটে টানা কয়েক ঘন্টা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গত বর্ষাকালে বৃষ্টির দেখা না মিললেও শরতের আশ্বিন মাসে এসে বৃষ্টি হচ্ছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে কৃষকেরা। কারণ এভাবে আরো কয়েক ঘন্টা বৃষ্টি দিলে কৃষকের অনেক কয় ক্ষতি হবে। ইতিমধ্যে অনেক সময় কৃষকরা ক্ষয়ক্ষতির আশঙ্কা করেছে।
আজ শনিবার (৭ অক্টোবর) সকালে সিলেট সিটির বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, সুরমার পানি বৃদ্ধি পেয়েছে , নগরের নিচু এলাকায় ইতিমধ্যে পানি জমে গেছে। বিশেষ করে বেশি দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ। ভারি বর্ষণে রাস্তা-ঘাটে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
এদিকে নগরের অনেক বাসিন্দা আশঙ্কা করেছেন, এভাবে অবিরাম বৃষ্টি অব্যাহত থাকলে।আকস্মিক বন্যায় হওয়ার সম্ভাবনা।