শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৩ অপরাহ্ন
বিডি সিলেট ডেস্ক :: সিলেট মহানগরের দক্ষিণ সুরমার বঙ্গবীর রোডে রাস্তা প্রশস্তকরণ ও ড্রেন নির্মাণের জন্য সিলেট এবং সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় আজ শনিবার (৭ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী শ্যামল চন্দ্র সরকার এক বিজ্ঞপ্তিতে জানান- দক্ষিণ সুরমার বঙ্গবীর রোডের থেকে চন্ডিপুল পয়েন্ট পর্যন্ত রাস্তা প্রশস্তকরণ, ড্রেন নির্মাণ, বৈদ্যুতিক পোল- লাইন ও ট্রান্সফর্মার রাস্তার এক পার্শ্বে স্থানান্তরসহ রাইট অফওয়ে কর্তন কাজের জন্য সিলেট মহানগরের শিববাড়ী, পুলিশলাইন, লালাবাজার, আলমপুর ইন্ডাস্ট্রি ও বিভাগের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে আজ সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের এ সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন শ্যামল চন্দ্র সরকার।