সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৭:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম ::
সমাজ বিনির্মানে তারেক রহমানের নেতৃত্বে আমরা অঙ্গীকারাবদ্ধ: খান জামাল সিলেট নগরীর বন্দরবাজার থেকে ‘রায়টগান’ উদ্ধার স্মার্টফোন থেকে অন্য ফোনে ব্লুটুথে ইন্টারনেট শেয়ারের উপায় ভারতের বিপক্ষে ১২৭ রানে অলআউট বাংলাদেশ মালয়েশিয়ায় ২১৪ বাংলাদেশি গ্রেফতার ইসরায়েলি হামলা হলে জবাব দিতে প্রস্তুত ইরান হার্দিকের ডিভোর্সের পর সুখবর পেলেন নাতাশা জাতীয়তাবাদী পরিবার দক্ষিণ সুরমার প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ সিভাসুতে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি সভা আমড়া নাকি জাম্বুরা কোনটি উপকারী কওমী স্টুডেন্ট ফোরাম এম.সি কলেজ শাখার সীরাত মাহফিল ও গজল সন্ধ্যা ৮ অক্টােবর সেনা সদর নির্বাচনী পর্ষদ-২০২৪ উদ্বোধন করলেন: প্রধান উপদেষ্টা কাজটি করতে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম মেঘালয়ে বন্যা-ভূমিধসে ১০ জনের মৃত্যু অস্বাস্থ্যকর খাবার, সিলেটে সুলতান’স ডাইনকে জরিমানা




প্রেমিককে ভিডিও কলে রেখে কলেজছাত্রীর আত্মহত্যা

manik samakal 651d352a51705 - BD Sylhet News




বিডিসিলেট ডেস্ক : মানিকগঞ্জে প্রেমিককে ভিডিও কলে রেখে বিলকিস আক্তার নামের এক কলেজছাত্রী গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। বুধবার সকালে মানিকগঞ্জ পৌরসভার বৈতরা গ্রামে ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার।

নিহত বিলকিস ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের হাটকুড়িয়া গ্রামের মো. বাবু মিয়ার মেয়ে। তিনি মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন।

বাড়ির মালিক মো. সুমন হোসেন জানান, প্রায় ৪ বছর আগে সদর উপজেলার জাগীর ইউনিয়নের মেঘশিমুল গ্রামের সোহেলের সঙ্গে বিয়ে হয় বিলকিসের। দেড় মাস আগে এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য সেই ভাড়া বাসায় আসেন বিলকিস। এখান থেকেই পরীক্ষা দেন। ১০-১৫ দিন আগে স্বামীর পরিবারের লোকজন তাকে নিতে আসেন। কিন্তু তখন বিলকিস আর স্বামীর বাড়িতে যাবেন না বলে জানিয়ে দেন এবং বিবাহ বিচ্ছেদের কথাও জানান। তার সঙ্গে অন্য এক ছেলের সম্পর্ক রয়েছে বলে জানান ওই গৃহবধূ।

এ বিষয়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বিলকিসের মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে। মরদেহ উদ্ধারের সময় বিলকিসের মার সঙ্গে মোবাইল ফোনে কথা হয়। তিনি জানান, সিলেটের আসলাম নামে এক ছেলের সঙ্গে তার মেয়ের সম্পর্ক হয়। রাতে মোবাইল ফোনে তাদের দুজনের কথা হয়। একপর্যায়ে বিলকিস আসলামকে আত্মহত্যা হুমকি দেয়। এর পর আসলাম রাতেই তাকে জানিয়েছে, বিলকিস আত্মহত্যা করবে।

সদর থানার ওসি আব্দুর রউফ সরকার বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৪
Design & Developed BY Cloud Service BD