সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৭:১১ পূর্বাহ্ন

শিরোনাম ::
সমাজ বিনির্মানে তারেক রহমানের নেতৃত্বে আমরা অঙ্গীকারাবদ্ধ: খান জামাল সিলেট নগরীর বন্দরবাজার থেকে ‘রায়টগান’ উদ্ধার স্মার্টফোন থেকে অন্য ফোনে ব্লুটুথে ইন্টারনেট শেয়ারের উপায় ভারতের বিপক্ষে ১২৭ রানে অলআউট বাংলাদেশ মালয়েশিয়ায় ২১৪ বাংলাদেশি গ্রেফতার ইসরায়েলি হামলা হলে জবাব দিতে প্রস্তুত ইরান হার্দিকের ডিভোর্সের পর সুখবর পেলেন নাতাশা জাতীয়তাবাদী পরিবার দক্ষিণ সুরমার প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ সিভাসুতে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি সভা আমড়া নাকি জাম্বুরা কোনটি উপকারী কওমী স্টুডেন্ট ফোরাম এম.সি কলেজ শাখার সীরাত মাহফিল ও গজল সন্ধ্যা ৮ অক্টােবর সেনা সদর নির্বাচনী পর্ষদ-২০২৪ উদ্বোধন করলেন: প্রধান উপদেষ্টা কাজটি করতে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম মেঘালয়ে বন্যা-ভূমিধসে ১০ জনের মৃত্যু অস্বাস্থ্যকর খাবার, সিলেটে সুলতান’স ডাইনকে জরিমানা




‘আমি চোর না, মায়ের অবস্থা খুব খারাপ তাই বাধ্য হলাম’

FB IMG 1696270125260 - BD Sylhet News




বিডি সিলেট ডেস্ক::- ‘আমি চুরি করতে এসেছিলাম, কিন্তু সত্যি আমি চোর না। আমার মায়ের অবস্থা খুবই খারাপ, তাই এটা করতে বাধ্য হলাম। আর শাস্তি পেলাম পায়ে সেলাই। আমার পা অনেকখানি কেটে গিয়েছে, আমাকে সবাই মাফ করে দিন।

আমি এইচএসসি পাস। কিন্তু জীবনে কিছু করতে পারিনি।’

শনিবার ( ১ অক্টোবর) দিবাগত রাতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দৌলৎগঞ্জ থানা জামে মসজিদে চুরির পর একটি খাতায় এসব লিখে যান চোর। ওই রাতেই পুলিশ গুরুতর আহত অবস্থায় অভিযুক্তকে আটক করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

পরে চুরির যাবতীয় মাল উদ্ধার করে মসজিদ কমিটির নিকট হস্তান্তর করে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে দৌলৎগঞ্জ থানা জামে মসজিদে কাচের দরজা ভেঙে এক যুবক মসজিদের রসিদ বই, সাউন্ড সিস্টেম, ইয়ার ফোন, মাইক সেটের অংশ বিশেষ চুরি করে নিয়ে যান। এ সময় কাচের দরজা ভাঙতে গিয়ে হাত-পা কেটে জখম হন। এ ছাড়া মসজিদের বাইরে থাকা দানবাক্সটিও ভাঙার চেষ্টা করেন তিনি।

এলাকার এক মুসল্লি বলেন, “সকালে নামাজ পড়তে মসজিদে এসে দেখি মসজিদে রাতে চুরি হয়েছে। চোর মসজিদের একটি খাতায় লিখে রেখে গেছে, ‘আমি চোর নই। আমার মা অসুস্থ, তাই বাধ্য হয়ে চুরি করতে এসেছিলাম। আমাকে মাফ করে দেবেন।”

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ফজলুর রহমান বলেন, ‘ঘটনার পর আমরা চোরকে খুঁজতে থাকি।

পরে জানতে পারি, অভিযুক্ত যুবক জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। সেখানে দিয়ে দেখি গুরুতর অবস্থা। তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর হাসপাতালে রেফার করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘ওই যুবক তার নাম আপন বলে জানিয়েছেন। বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জে। জীবননগর থানার পুলিশ চুরি হওয়া মালামাল উদ্ধার করে।’

জীবননগর থানার পরিদর্শক এস এম জাবিদ হোসেন বলেন, ‘চোরকে শনাক্ত করা গেছে। মালামালও উদ্ধার করা হয়েছে। ওই যুবকের মায়ের সঙ্গে কথা হয়েছে। তিনি মানসিকভাবে অসুস্থ বলে জানিয়েছেন। তার বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জে। তবে মসজিদ কমিটির ওই যুবকের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।’ সূত্র- কালের কন্ঠ

 

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৪
Design & Developed BY Cloud Service BD