রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন
বিডি সিলেট ডেস্ক:: সিলেটের শাহপরান রঃ মাজার জিয়ারত করে শিরনী বিতরণ করলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের চেয়ারম্যান সম্প্রীতি বাংলাদেশ এর সদস্য সচিব অধ্যাপক ডা.মামুন আল মাহতাব স্বপ্নীল।শুক্রবার ( ২৯ সেপ্টেম্বর) রাতে তিনি মাজার জিয়ারত করে শিরনী বিতরণ করেন।
মাজার জিয়ারতের সময় ডা.স্বপ্নীল স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ পরিবারের সকল নিহত সদস্যের রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতি এবং বিশ্বের শান্তি কামনা করে মোনাজাত করেন।
এরপর তিনি শাহপরান রঃ মাজার সংলগ্ন শাহপরান (রহঃ) আল-কোরআন সেন্টারে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও মোনাজাতে অংশ নেন।