শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৫:৩২ পূর্বাহ্ন
ফারুক আস্তানা, দক্ষিণ আফ্রিকা: দক্ষিণ আফ্রিকা শাখা জাকের পার্টির আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও জাকের পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) দেশটির বোশফ, কিম্বার্লির একটি রিসোর্টে এ দোয়া মাহফিল আয়োজিত হয়।
কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ইকবাল হোসেনের সভাপতিত্বে মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন শাহিন কাদির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ উজ্জামান সোয়েব।
আলোচনায় বক্তারা বর্তমান বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে জাকের পার্টির হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ চেয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সৈয়দ উজ্জামান সোয়েব, আলি হোসেন, জিয়াউল হক, সামন, নাইম, মোবারক প্রমুখ। দক্ষিণ আফ্রিকা শাখা জাকের পার্টির দোয়া মাহফিলে অর্ধশতাধিক প্রবাসী অংশ নেন।