শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৯:৫৬ পূর্বাহ্ন
বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিনভাগ উত্তর কাঠালতলী ইউনিয়নের রুকুমপুর গ্রামের নির্মাণাধীন রুকুমপুর জামে মসজিদে বড়লেখা ফাউন্ডেশন ইউকে ৫০ প্যাকেট সিমেন্টের সম-পরিমান নগদ অর্থ প্রদান করে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ২ ঘটিকায় বড়লখা ফাউন্ডেশন ইউকে’র সাধারণ সম্পাদক ব্রিটেনের বাঙালি কমিউনিটি ব্যক্তিত্ব,সংগঠক কামরুল ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত থেকে মসজিদ পরিচালনা কমিটির হাতে অনুদান হস্থান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র বাংলাদেশ প্রতিনিধি শামীম আহমদ, নাদের আহমদ, আবু তাহের ও আতিকুর রহমান।
এছাড়া আরোও উপস্থিত ছিলেন, সিলেট অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জনাব আবু ইউসুফ মোঃ শাহীদ, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোনা মিয়া সহ পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ও মসজিদ পরিচালনা কমিটির দায়িত্বশীলবৃন্দ সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্মাণাধীন রুকুমপুর জামে মসজিদের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার জন্য সকলের প্রতি আন্তরিক সহযোগীতা ও দোয়া কমণা করেন।
উল্লেখ্য: মসজিদটি নির্মাণ কাজের সুবিধার্তে অস্থায়ী টিন শেডের একটি ঘরে সাময়িকভাবে মুসল্লিরা নামাজ আদায় করছেন, যা অত্যন্ত কষ্টকর। প্রচন্ড গরমের মধ্যে প্রতিনিয়ত নামাজ আদায় করতে হয়।এমতাবস্থায় সকলের সম্মিলিত সহযোগিতার হাত প্রসারিত করলে মসজিদটি যথা সময়ে নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পাশাপাশি মুসল্লিদের কষ্ট লাঘব হবে।
এই মহতি উদ্যোগের জন্য মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো: সোনা মিয়া বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র সভাপতি শাহিন ইকবাল, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সহ সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।