মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৫:০৫ পূর্বাহ্ন

শিরোনাম ::
গোলাপগঞ্জে আব্দুল মুতলিব কমপ্লেক্স’র উদ্বোধন যুদ্ধে যেতে চায় না ইউক্রেনের নারী-পুরুষরা সিলেট সিটির প্যানেল মেয়র কামরান-লিপন-শানু সিঙ্গাপুরের জালে বাংলাদেশের ৮ গোল নির্বাচনের আগে একযোগে ৪৭ ইউএনও বদলি কম্পিউটার সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সিলেটে দুই মাদক কারবারীসহ গ্রেফতার ৪ কেমুসাস বইমেলায় ৩য় দিনে বেড়েছে দর্শণার্থী মাধবপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার যাদুকাটা নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবে দুই শ্রমিক নিহত আনোয়ারুজ্জামানের সাথে চীনের রাষ্ট্রদূতের মতবিনিময় ইসির সঙ্গে বৈঠকে ইইউ নির্বাচন বিশেষজ্ঞ দল কাল, পরশুর অবরোধ সফলে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের নতুন কমিটি ঘোষনা গাজী বোরহান উদ্দিন (রহ.) মেধাবৃত্তি পুরস্কার বিতরণ ও সংবর্ধনা




শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করতে হবে: রঞ্জিত সরকার

7411 - BD Sylhet News




তাহিরপুর প্রতিনিধি ::
শিক্ষা, স্বাস্থ্য, যোগযোগ ব্যবস্থা, কৃষি, প্রযুক্তিসহ সকল ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। অন্যদিকে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে নেই। তাই দেশবাসীকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে কাজ করে যেতে হবে বলে জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের আওয়ামীলীগো মনোনয়ন প্রত্যাশী এডভোকেট রনজিত সরকার।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। দেশে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। তার যোগ্য নেতৃত্বে দেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে। এ দেশে আর কেউ ভূমিহীন, গৃহহীন থাকবে না মাননীয় প্রধানমন্ত্রীর এমন ঘোষণার পর ভিটেমাটিহীন মানুষেরা পাচ্ছে তাদের মাথা গোঁজানোর ঠাঁই।

শনিবার (২৩ সেপ্টেম্বর) তাহিরপুর উপজেলায় সদর, বড়দল, সুলেমানপুর, মাড়ালা, নয়নাঘর, পাঠাবুকা, মানিকখিলা, লামাগাও গ্রাম সহ বিভিন্ন গ্রামে মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সরকারের উন্নয়ন, অগ্রগতি, প্রচারণা, গণসংযোগ ও উঠান বৈঠকে উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় উপস্থিত ছিলেন-দক্ষিণ বড়দল ইউপি সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিয়া হোসেন, আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন, সদস্য আজিজুল হক, তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহীনুর তালুকদার, সাধারণু সম্পাদক বাবুল মিয়া, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক আলমগীর, মেম্বার মোফাজ্জল, তাহিরপুর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সামায়ুন কবির, সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা, সদস্য হাবিবুর রহমান, মধ্যনগর উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ফজলু মিয়া, বড়দল দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আজহারুল ইসলাম, সুনামগঞ্জ মৎসজীবী লীগের সদস্য শেখ গোলাম কাদির সুজন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুমন মিয়া, এমসি কলেজ ছাত্রলীগ নেতা নিপু মিয়া, তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা আলী আশরাফ রাজন, সামি, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আকরামীন প্রমুখ।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৩
Design & Developed BY Cloud Service BD