বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৬:৫৭ পূর্বাহ্ন
বিডিসিলেট ডেস্ক :
ফ্রান্সের রাজধানী প্যারিসে নির্মিত প্রথম স্থায়ী শহীদ মিনার আগামী ৮ অক্টোবর উদ্বোধন হতে যাচ্ছে। ফলে আগামী ২০২৪ সালের ২১ ফেব্রুয়ারিতে স্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পারবে প্রবাসী বাংলাদেশিরা।
এর আগে প্যারিসের আইফেল টাওয়ারের পাদদেশে অস্থায়ী শহীদ মিনার তৈরি করে ফুল দিয়ে শ্রদ্ধা জানাত ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরা। গতকাল শুক্রবার প্যারিসে আয়েবা সদর দপ্তরেএক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন উদ্যোক্তারা।
প্যারিসের বিখ্যাত সেন্ট ডেনিস ইউনিভার্সিটির বার্নার্ড মারি স্কয়ারে বাংলাদেশে কেন্দ্রীয় শহিদ মিনারের আদলে নির্মিত হয়েছে প্যারিসের প্রথম স্থায়ী শহীদ মিনার। এতে ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো। ইতিমধ্যে প্রশাসনিক কার্যকলাপ, নকশা অনুমোদন ও স্মৃতিস্তম্ভের কাজ শতভাগ শেষ হয়েছে। এর নির্মাণে খরচ হয়েছে প্রায় ৮০ হাজার ইউরো। যার সিংহভাগ অর্থায়ন করেছেন আয়েবার মহাসচিব ও শহীদ মিনার বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কাজী এনায়েত উল্লাহ।
এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন শহীদ মিনার বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কাজী এনায়েত উল্লাহ, মূল উদ্যোক্তা স্বরুপ সদিউল, অর্থ সমন্বয়ক টিএম রেজা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন একুশে উদযাপন পরিষদের আহ্বায়ক সুব্রত ভট্টাচার্য শুভ, সালে আহমদ চৌধুরী, এমদাদুল হক স্বপনসহ প্যারিসে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সংবাদ সম্মেলনে তারা জানান, বিশ্বের অন্যতম সাংস্কৃতিক কেন্দ্র প্যারিসের বুকে বাংলা ভাষা ও সংস্কৃতির নিদর্শন হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে এই শহীদ মিনার। পরবর্তী প্রজন্মসহ বিদেশিরা যেখান থেকে জানাতে পারবে বাংলা ভাষার গৌরবময় ইতিহাস। পাশাপাশি এই স্থায়ী শহীদ মিনারটি বাংলাদেশকে নিয়ে যাবে অন্য উচ্চতায়। এর আগে ফ্রান্সের তুলুজ শহরে প্রথম স্থায়ী শহীদ মিনার নির্মাণ করা হয়।