বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৮:২০ পূর্বাহ্ন

শিরোনাম ::
সিলেটে তৃণমূল বিএনপির ১৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ শিক্ষাক্রম নিয়ে ফেসবুকে সমালোচনা, ৪ শিক্ষক গ্রেফতার জামালগঞ্জে নিষিদ্ধ জাল পুড়ালো উপজেলা প্রশাসন সিলেটে মাদক মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: শফিক চৌধুরী লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৪৩ বাংলাদেশি সুনামগঞ্জে স্ত্রীকে খুনের দায়ে স্বামীর মৃত্যুদণ্ড আ. লীগ আবারও বিজয়ী হয়ে সরকার গঠন করবে: আশাবাদী পররাষ্ট্রমন্ত্রী বুধ ও বৃহস্পতিবার অবরোধ, হরতাল সফলে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল সিলেটে বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষাবৃত্তি চেক বিতরণ সম্পন্ন শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন সিলেট বিভাগের উদ্যোগে শুভ নবান্ন উৎসব ১লা ডিসেম্বর হবিগঞ্জে চলন্ত ট্রাকে আগুন দিলো দুর্বৃত্তরা সুনামগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হবেন সেলিম আহমেদ মোমেনের সঙ্গে প্রার্থী হচ্ছেন মিসবাহ দুই ম্যাচের দায়িত্ব পেয়ে ‘ধোনি’র মতো অধিনায়ক হতে চান শান্ত




ভারতীয় বিমানবন্দরে বাংলাদেশি শিক্ষার্থীদের মারধরের অভিযোগ

Untitled 1 Recovered samakal 650ebad293300 - BD Sylhet News




আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের গুজরাটের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক (এসভিপিআই) বিমানবন্দরে বাংলাদেশি শিক্ষার্থীদের মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় সিএনজিচালিত অটোরিকশা চালকদের বিরুদ্ধে। শুক্রবার এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, অটোরিকশার পরিবর্তে ক্যাব ভাড়া করায় তাদের ওপর হামলা চালানো হয়।

ভুক্তভোগী দুই বাংলাদেশি শিক্ষার্থীর নাম আদিত্য দে এবং সৌরভ কুমার। এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ করেছেন তারা।

জানা যায়, আদিত্য দে ও সৌরভ কুমার নাভারংপুরার এলডি ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী। তারা বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী ও তাদের বন্ধু জাম্বিয়ার ছাত্র জাস্টিন কাংওয়াকে আনতে এসভিপিআই বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালে যান। তারা ভোর ৩টায় বিমানবন্দরে পৌঁছান এবং কাংওয়ার ফ্লাইটের জন্য অপেক্ষা করেছিলেন।

ভোর ৪টার দিকে কাংওয়ার ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করলে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে যাওয়ার জন্য ক্যাব বুক করেন। এতেই ক্ষেপে যান স্থানীয় অটোরিকশা চালকরা। তারা বলেন, বিমানবন্দর থেকে যখন অটোরিকশা পাওয়া যাচ্ছে তখন ক্যাব কেন বুক করছেন? এরপর এক পর্যায়ে বাংলাদেশি দুই ছাত্রকে মারধর করেন চালকরা।

আদিত্য দে জানান, তারা চালকদের সঙ্গে সংঘর্ষ এড়িয়ে যান এবং কাংওয়াকে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। তবে এক চালক তাদের সঙ্গে তর্ক শুরু করেন। এরপর সেই চালক ও অন্যরা তাদের মারধর করেন।

তিনি আরও জানান, অভিযুক্তরা তার চশমা ভেঙে দেয় ও হুমকি দেয়। এ সময় বিমানবন্দরের নিরাপত্তারক্ষীদের হস্তক্ষেপে তারা কোনোভাবে চালকদের থেকে মুক্তি পায়। এরপর সোজা বিমানবন্দর থানায় পৌঁছে অটোরিকশা চালকদের বিরুদ্ধে অভিযোগ করেন। যদিও এই ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি।

সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল (এসভিপিআই) বিমানবন্দরের একজন মুখপাত্র জানান, বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দরে কোনো বেআইনি কার্যকলাপ সহ্য করবে না। দুর্বৃত্তদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে এই ঘটনার পর থেকে বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা বিমানবন্দরের সব ধরনের পাবলিক ট্রান্সপোর্ট ওপর বিশেষ নজরদারি শুরু করেছে।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৩
Design & Developed BY Cloud Service BD