বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৭:০০ পূর্বাহ্ন
বিডি সিলেট:: সিলেটের গোয়াইনঘাট পুলিশের অভিযানে ৯০ (নব্বই) বোতল ভারতীয় মেকডুয়েল মদসহ মাদক কারবারী মোঃ কাউসার মিয়া (২০) নামে একজনকে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, মাদক উদ্ধার, খুন, ধর্ষণ, পরোয়ানাভূক্ত সাজাপ্রাপ্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় সিলেট জেলার গোয়াইনঘাট থানার এসআই এনামুল হাসান সংগীয় অফিসার ফোর্সসহ বিশেষ অভিযান ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত ১০.১৫ ঘটিকার সময় গোয়াইনঘাট থানাধীন ১৩ নং বিছনাকান্দি ইউপির বগাইয়া এলাকায় অভিযান পরিচালনা কালে ২ বস্তা ভর্তি ৯০(নব্বই) বোতল ভারতীয় মেকডুয়েল মদসহ মোঃ কাউসার মিয়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারী কাউসার মিয়া গোয়াইনঘাট বগাইয়া গ্রামের আনছার আলী ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা সহকারি পুলিশ সুপার ( মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা)। তিনি জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গোয়াইনঘাট থানা পুলিশ পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।