বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৭:১৫ পূর্বাহ্ন
বিডিসিলেট প্রতিবেদক :
সুনামগঞ্জের দোয়ারাবাজারে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দোহালিয়া ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো.সুমজ আলী (২৩) উপজেলার দোহালিয়া ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের নাছির উদ্দিনের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মো.সুমজ আলী কৃষি কাজ করতেন। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে বাড়ির পাশে কদম গাছের সঙ্গে রশিতে ঝুলছিল ওই যুবকের মৃতদেহ।পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেয়।পরে আশপাশের লোকজন এসে থানায় সংবাদ দেয়।
পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।