বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৭:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম ::
সিলেটে তৃণমূল বিএনপির ১৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ শিক্ষাক্রম নিয়ে ফেসবুকে সমালোচনা, ৪ শিক্ষক গ্রেফতার জামালগঞ্জে নিষিদ্ধ জাল পুড়ালো উপজেলা প্রশাসন সিলেটে মাদক মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: শফিক চৌধুরী লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৪৩ বাংলাদেশি সুনামগঞ্জে স্ত্রীকে খুনের দায়ে স্বামীর মৃত্যুদণ্ড আ. লীগ আবারও বিজয়ী হয়ে সরকার গঠন করবে: আশাবাদী পররাষ্ট্রমন্ত্রী বুধ ও বৃহস্পতিবার অবরোধ, হরতাল সফলে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল সিলেটে বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষাবৃত্তি চেক বিতরণ সম্পন্ন শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন সিলেট বিভাগের উদ্যোগে শুভ নবান্ন উৎসব ১লা ডিসেম্বর হবিগঞ্জে চলন্ত ট্রাকে আগুন দিলো দুর্বৃত্তরা সুনামগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হবেন সেলিম আহমেদ মোমেনের সঙ্গে প্রার্থী হচ্ছেন মিসবাহ দুই ম্যাচের দায়িত্ব পেয়ে ‘ধোনি’র মতো অধিনায়ক হতে চান শান্ত




এক দশক পর পুরোনো রূপে সিলেটের ঐতিহ্যবাহী শারদা হল

Untitled 1 samakal 650b3f7f66114 - BD Sylhet News




বিডিসিলেট ডটকম : সুরমা নদীর পাড় ঘেঁষে দাঁড়িয়ে আছে সিলেটের ঐতিহ্যবাহী শারদা স্মৃতি ভবন। শারদা হল নামে পরিচিত ভবনটি রক্ষণাবেক্ষণের অভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছিল। এক দশক পরিত্যক্ত থাকার পর অবশেষে এই ভবন পুরোনো রূপে ফিরছে। সংস্কারের পর আজ বৃহস্পতিবার এটি উন্মুক্ত করে দেওয়া হবে। এর ফলে সংস্কৃতিকর্মীদের পদচারণায় আবার প্রাণ ফিরবে ভবনটির।

জানা গেছে, ৮৭ বছর আগে কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউটের আদলে সুরমা নদীর কিন সেতুর উত্তর পাড়ে শারদা স্মৃতি ভবনটি নির্মাণ করা হয়। ৩৯ শতক জায়গাজুড়ে ভবনের অবস্থান। স্বদেশি আন্দোলনের নেতা, আইনজীবী, শিক্ষানুরাগী ও চা-ব্যবসায়ী সারদাচরণ শ্যামের (১৮৬২-১৯১৬) স্মৃতি রক্ষার্থে তাঁর ছোট ভাই বিমলাচরণ শ্যাম মিলনায়তনটি স্থাপন করেন। মিলনায়তনের নাম ‘শারদা স্মৃতি ভবন’ হলেও এটি শারদা হল নামেই পরিচিতি পায়। সিলেটের প্রথম এই মিলনায়তনে গান, নাটকসহ বিভিন্ন সাংস্কৃতিক, রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হতো। পরবর্তী সময়ে সিলেট পৌরসভা ও সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় পরিচালিত হয়ে আসছে ভবনটি।

২০১২ সালে নতুন নগর ভবন নির্মাণ শুরু হলে সিটি করপোরেশনের কার্যক্রম শারদা হলের পার্শ্ববর্তী তোপখানার ‘পীর হাবিবুর রহমান’ পাঠাগারে স্থানান্তর করা হয়। আর পাঠাগারের বইপত্র ও অন্যান্য জিনিসপত্র রাখা হয় শারদা হলে। শারদার মূল ভবনের পাশের কক্ষে সিটি করপোরেশনের কয়েকটি দপ্তরের কার্যক্রম চালু করা হয়। সেই থেকে শারদা হলে বন্ধ হয়ে যায় সাংস্কৃতিক চর্চা ও বিভিন্ন অনুষ্ঠান। পাশাপাশি দীর্ঘদিন অব্যবহৃত থাকায় মিলনায়তনের অনেক কিছুই ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। মঞ্চের সব কাঠ নষ্ট হয়ে যায়। ভবনের পলেস্তারা খসে পড়ে। পানি পড়ত ছাদ চুইয়ে। শেওলা জমে দেয়ালে। ফাটল তৈরি হয় পিলার ও দেয়ালে।

দুই বছর আগে নগর ভবন হওয়ার পর শারদা হল সংস্কার করে উন্মুক্তের দাবি তোলেন সংস্কৃতিকর্মীরা। সিটি মেয়র চার মাস সময় নিলেও এক বছর পর ভবনটি সংস্কারে হাত দেন। সম্প্রতি সংস্কারকাজ শেষ হয়েছে। চেয়ার স্থাপন ছাড়া তেমন কোনো কাজ বাকি নেই। আজ বিকেলে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ভবনটি আবার আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করবেন।

সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত সমকালকে বলেন, শারদা হল সিলেট অঞ্চলের একটি ঐতিহ্যবাহী মিলনায়তন, যা সংস্কৃতিচর্চার জন্য একটি পরিবারের পক্ষ থেকে নির্মাণ করা হয়েছিল। এটি সংস্কারের জন্য গত বছর আন্দোলন করি। আমাদের দাবির পরিপ্রেক্ষিতে এক বছর পর সিটি মেয়র সেটি সংস্কারে হাত দেন।

মেয়র আরিফুল হক বলেন, শারদা হলের মঞ্চ নতুনভাবে নির্মাণ করা হয়েছে। ছাদে ঢালাই দেওয়া হয়েছে। রঙের কাজও করা হয়েছে। সে জন্য সময় লেগেছে। দেরিতে হলেও সংস্কারকাজ শেষ হয়েছে। নতুন করে যাত্রা শুরু করবে শারদা হল। ভবনটি সরগরম থাকবে আগের মতো নানা অনুষ্ঠানে।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৩
Design & Developed BY Cloud Service BD