মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৬ পূর্বাহ্ন
বিডি সিলেট::বুধবার (২০ সেপ্টেম্বর ) বেলা ১ টায় সিলেট নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল-কবিরের সাথে আরটিএম-একেটিইউ আউটসোর্সিং টিমের নির্দেশনামূলক বৈঠক অনুষ্ঠিত হয় ।
বৈঠকের সময় ড. আহমদ আল কবির, আউটসোর্সিং টিমকে বহুমুখি মুল্যবান পরামর্শ এবং নিজ নিজ ক্ষেত্রে দৃঢ় সংকল্পে ভুমিকা রাখতে অনুপ্রেরণা দেন। তিনি টিম-এর সব সদস্যদের পথপ্রদর্শক এর মতো নিজেকে বিকশিত করতে এবং টিমকে এগিয়ে নিয়ে যেতে বলেন।
উক্ত বৈঠকে আরও উপস্থিত ছিলেন আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আবু নাসের জাফর উল্লাহ, রেজিস্ট্রার সৈয়দ জগলুল পাশা, RTMI-HRDC -এর পরিচালক ডাঃ এস এম ফরিদুল ইসলাম লতিফী।
আরটিএম-একেটিইউ আউটসোর্সিং টিম থেকে বৈঠকে উপস্থিত ছিলেন, আরটিএম-একেটিইউ আউটসোর্সিং টিম এর কো-অর্ডিনেটর এবং আরটিএম-একেটিইউ সিএসই ডিপার্টমেন্টের লেকচারার রাশা ইফফাত হেলমি।
উপস্থিত ছিল আরটিএম-একেটিইউ এর শিক্ষার্থী ও আরটিএম-একেটিইউ আউটসোর্সিং টিম লিডার শেখ মোঃ আনোয়ার হোসেন মিজান, আদিবুর রহমান ইফাজ, তুলি আক্তার, শাহনাজ পারভীন ডলি, সৈয়দা মোছাঃ জেসিয়া মুজাফফর তুলি, সাদিয়া সুলতানা।
নির্দেশনামুলক বৈঠক শেষে আরটিএম-একেটিইউ আউটসোর্সিং টিমের সবাই চেয়ারম্যান ড. আহমদ আল কবিরের কথায় উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত বোধ করে টিম তাদের নিজ নিজ ক্ষেত্রে সেরাটা দেওয়ার প্রতিশ্রুতি নেয়।