শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ০৪:৫৬ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি::জকিগঞ্জে নিজেকে মদিনার নবী দাবি করে ধর্ম অবমাননা করার ঘটনায় হোসাইন আহমদ নামের এক ভন্ড প্রতারক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (১২ অক্টোবর) ভোর রাত ৪টার দিকে জকিগঞ্জ থানা পুলিশের একটি টিম তাকে সোনাপুর (একামধুবাদ) সাকিনের বাড়ি থেকে গ্রেফতার করে বলে নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মো. আব্দুন নাসের।
মঙ্গলবার রাত ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করে ওসি মীর মো. আব্দুন নাসের জানান, গ্রেফতারকৃত ভন্ড হোসাইন আহমদ নিজের ভিজিটিং কার্ডে “মদিনার নবীজি” লিখে ইসলাম ধর্মালম্বীর ধর্মীয় বিশ্বাসে আঘাত করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে হোসাইন আহমদের বাড়ীতে অভিযান করে তাকে সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তখন সে পুলিশকে জানায়, দীর্ঘদিন যাবত জাদু, চালান, বান, বন্ধ্যা মহিলাদের জিনের আছর, স্বামী-স্ত্রীর অমিলসহ অন্যান্য রোগের তদবির করে থাকে এবং সে নিজেকে পীর ছাহেব ও মদিনার নবীজি দাবী করে।
তখন পুলিশ তার কাছে চিকিৎসার বৈধ সনদপত্র কিংবা বৈধ কোন কাগজপত্র আছে কিনা জিজ্ঞাসা করলে সে কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এরপর পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় উপস্থিত সাক্ষীদের সামনে হোসাইনের দেহ তল্লাশী করে ৩ ধরনের ভিজিটিং কার্ড ও বসতঘরের বাইরে থাকা দুটি সাইনবোর্ড জব্দ করা হয়।
ওসি আরও জানান, হোসাইন আহমদ তার বসত বাড়ীতে দুটি সাইন বোর্ড টাঙ্গিয়ে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকার লোকজনদেরকে চিকিৎসার নামে তাবিজ, কবজ, জাদু ও ঝাঁড়ফুকসহ ভূয়া চিকিৎসা প্রদান করে বিশ্বাসভঙ্গ ও প্রতারণা হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছে। এমনকি সে অপরের রূপ ধারণ করে নিজেকে পীর ও মদিনার নবী দাবী করে নিজের নামের পূর্বে ‘মদিনার নবীজি’ লিখে ধর্মীয় বিশ্বাস অবমাননার অপরাধ করেছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।