বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০৩:০৭ পূর্বাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে ৭৮০ পিস ইয়াবাসহ কল্পনা বেগম (৪৬) নামে এক নারী আটক করেছে বিশ্বনাথ থানা পুলিশ। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিশ্বনাথ পৌরসভার দুর্যাকাপন এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত কল্পনা বেগম সিলেটের জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের জালালপুর গ্রামের আবু সুফিয়ান খোকন মিয়ার স্ত্রী।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) রুমেন আহমদের নেতৃত্বে একদল পুলিশ দুর্যাকাপন গ্রাম এলাকায় অবস্থান করা কল্পনা বেগমকে ৭৮০ পিস ইয়াবাসহ শুক্রবার দুপুরে আটক করে। যার মূল্য আনুমানিক ২ লক্ষ ৩৪ হাজার টাকা। কল্পনা বেগম সিলেট আন্তঃবিভাগীয় ইয়াবা কারবারি চক্রের সক্রিয় সদস্য।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার মোঃ সম্রাট তালুকদার বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।