বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০১:২২ পূর্বাহ্ন

শিরোনাম ::
সিলেটে যুব মজলিসের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত ও জেলা শাখা পুনর্গঠন বড়লেখায় নিসচার উদ্যোগে সড়কে শৃঙ্খলা ফেরাতে সচেতনতামূলক ক্যাম্পেইন সিলেটে বর্ণিল আয়োজনে দৈনিক আমাদের সময়ের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সিলেটে কাল শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ সংলাপ শেখ হাসিনার বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিবে যুবলীগ : ভিপি শামীম খালেদা জিয়ার সুস্থতা ও জিকে গউছ এর মুক্তি কামনায় দরগাহ দোয়া মাহফিল জৈন্তাপুরে ‘মোটরসাইকেলসহ চুর’ গ্রেফতার ১ প্রেমিককে ভিডিও কলে রেখে কলেজছাত্রীর আত্মহত্যা সিলেটে ক্রাশার মেশিন থেকে পাথর ছিটকে পড়ে শ্রমিক নিহত শিশু ও কিশোর-কিশোরীদের খেলাধুলা পরিদর্শনে কানাডার হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারী ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদান করুন: সংগ্রাম পরিষদ ছাতকে পৃথক অভিযানে আড়াই কোটি টাকার চালান জব্দ, গ্রেফতার ১৫ ভূমিকম্প নিয়ে আতংক নয় সচেতন হতে হবে: বিভাগীয় কমিশনার সিলেটে ফুটবল খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে শি শু র মৃ ত্যু যেকোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র অব্যাহত রাখতে হবে: প্রধানমন্ত্রী




২০২৩ সালে ভূমধ্যসাগর পাড়ি দেয়া ইটালিতে অভিবাসী এক লাখ ছাড়াল

770503 197 - BD Sylhet News




বিডিসিলেট ডেস্ক : জীবনের ঝুঁকি নিয়ে সেন্ট্রাল ভূমধ্যসাগর পেরিয়ে ইটালি আসা অনিয়মিত অভিবাসীর সংখ্যা এক লাখ ১৪ হাজার ছাড়িয়েছে৷ এ বছরের জানুয়ারি থেকে আগস্টের মধ্যে এসেছেন এসব অভিবাসীরা৷ ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স জানিয়েছে, এই সংখ্যাটি গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ৷

অভিবাসনপ্রত্যাশীদের বেশিরভাগই লিবিয়া ও টিউনিশিয়ার উপকূল থেকে ভাগ্য বদলের আশায় বিপজ্জনক সমুদ্র পাড়ি দিয়ে আসেন বলেও উল্লেখ করেছে ফ্রন্টেক্স৷

সংস্থাটি জানিয়েছে, ২০২৩ সালে অনিয়মিতভাবে আসা অভিবাসীদের হিসাব করে দেখা গেছে এক লাখ ১৪ হাজার ২৫৬ জন সেন্ট্রাল ভূমধ্যসাগর পাড়ি দিয়ে এসেছেন৷ অভিবাসীদের বেশিরভাগই আইভরি কোস্ট, মিশর ও গিনির নাগরিক বলেও জানিয়েছে তারা৷

ফ্রন্টেক্স জানিয়েছে, ‘‘মানবপাচারে জড়িত চক্রগুলো নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে বেশি মুনাফার আশায় লিবিয়া ও টিউনিশিয়ার উপকূল থেকে ইউরোপমুখী অভিবাসনপ্রত্যাশীদের আগের তুলনায় কম খরচে ভূমধ্যসাগর পাড়ি দেয়ার প্রস্তাব দিচ্ছে৷ ফলে, অভিবাসনপ্রত্যাশীদের চাপ সাম্প্রতিক সময়ে বেড়ে গেছে৷ আগামী কয়েক মাসও এই চাপ অব্যাহত থাকতে পারে৷’’

এদিকে, জাতিসংঘ জানিয়েছে, চলতি বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গিয়ে অন্তত দুই হাজার ৩২৫ জন মানুষ মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন৷

ইটালি সরকার জানিয়েছে, চলতি বছর ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে এক লাখ ২৬ হাজার অভিবাসী এসেছেন৷ গত বছর একই সময়ে এই সংখ্যাটি ছিল ৬৬ হাজার৷

ইটালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ লাম্পেদুসায় সাম্প্রতিক দিনগুলোতে সাত হাজারেরও বেশি অভিবাসী এসেছেন৷ ভেঙে গেছে দ্বীপটির আশ্রয়ব্যবস্থা৷ প্রসিকিউটর জভান্নি দি লিও বলেছেন, মঙ্গলবার লাম্পেদুসায় রেকর্ডসংখ্যক অভিবাসীবাহী ১১২টি নৌকায় নোঙ্গর করেছে৷

এসব নৌকায় পাঁচ হাজারেরও বেশি অভিবাসনপ্রত্যাশী ছিলেন৷ এর আগে গেল মাসে একদিনে সর্বোচ্চ ৬৩টি অভিবাসীবাহী নৌকা এসেছিল লাম্পেদুসায়৷ বুধবার সকালে আরো এক হাজার ৩০০ অভিবাসী নতুন করে দ্বীপে যুক্ত হয়েছেন৷ এই ঘটনার পর দ্বীপটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ৷

উত্তর আফ্রিকান দেশ থেকে অনিয়মিত অভিবাসনপ্রবাহ ঠেকাতে জুলাইয়ে টিউনিশিয়ার সঙ্গে একটি চুক্তি করে ইউরোপীয় ইউনিয়ন৷ চুক্তির আওতায় টিউনিশিয়ার কর্তৃত্ববাদী সরকারকে আর্থিক সহায়তা দেয়া ইউরোপীয় পার্লামেন্টের অনেক সদস্য সমালোচনায় মুখর হয়েছেন৷

অবশ্য, অভিবাসন নিয়ে চাপে থাকা ইটালি চুক্তিটির পক্ষে শক্ত অবস্থান নিয়েছে৷

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৩
Design & Developed BY Cloud Service BD