বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০১:৫০ পূর্বাহ্ন

শিরোনাম ::
সিলেটে যুব মজলিসের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত ও জেলা শাখা পুনর্গঠন বড়লেখায় নিসচার উদ্যোগে সড়কে শৃঙ্খলা ফেরাতে সচেতনতামূলক ক্যাম্পেইন সিলেটে বর্ণিল আয়োজনে দৈনিক আমাদের সময়ের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সিলেটে কাল শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ সংলাপ শেখ হাসিনার বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিবে যুবলীগ : ভিপি শামীম খালেদা জিয়ার সুস্থতা ও জিকে গউছ এর মুক্তি কামনায় দরগাহ দোয়া মাহফিল জৈন্তাপুরে ‘মোটরসাইকেলসহ চুর’ গ্রেফতার ১ প্রেমিককে ভিডিও কলে রেখে কলেজছাত্রীর আত্মহত্যা সিলেটে ক্রাশার মেশিন থেকে পাথর ছিটকে পড়ে শ্রমিক নিহত শিশু ও কিশোর-কিশোরীদের খেলাধুলা পরিদর্শনে কানাডার হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারী ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদান করুন: সংগ্রাম পরিষদ ছাতকে পৃথক অভিযানে আড়াই কোটি টাকার চালান জব্দ, গ্রেফতার ১৫ ভূমিকম্প নিয়ে আতংক নয় সচেতন হতে হবে: বিভাগীয় কমিশনার সিলেটে ফুটবল খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে শি শু র মৃ ত্যু যেকোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র অব্যাহত রাখতে হবে: প্রধানমন্ত্রী




৩ বছর পর ছাড়া পেলেন ‘মাদক সম্রাটের’ স্ত্রী

FB IMG 1694764350412 - BD Sylhet News




বিডি সিলেট ডেস্কঃ

মেক্সিকোর কুখ্যাত ‘মাদক সম্রাট’ জোয়াকিন গুজম্যানের স্ত্রী এমা কোরোনেল বুধবার (১৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের কারাগার থেকে ছাড়া পেয়েছেন। তিন বছর কারাবাসের পর মুক্তি পেলেন তিনি।

২০১৪ সালে জোয়াকিন গুজম্যান যখন বন্দি ছিলেন, সেই সময় দলের সঙ্গে তাঁর লোকজনের যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করতেন এমা। তিনি নিজেও মাদক পাচার এবং বে-আইনি পথে অর্থ পাচারের সঙ্গে যুক্ত ছিলেন। ২০২১ সালে তাঁকে তিন বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।

আইনজীবীর দাবি, জেলের ছোট ঘরে থাকতে কষ্ট হতো এমার। তাই দিনে ২২ ঘণ্টা শুধুমাত্র বই পড়ে সময় কাটাতেন এমা।

১৯৮৯ সালে সান ফ্রান্সিসকো দুরাঙ্গো গ্রামে জন্ম এমার। ছোটবেলা থেকেই মডেলিংয়ের প্রতি ঝোঁক ছিল তাঁর। ২০০৭ সালে একটি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেন। সেখানেই জোয়াকিন গুজম্যানের সঙ্গে প্রথম আলাপ হয়। তারা সেরে ফেলেন বিয়ের কথা। বিয়ের চার বছর পর ২০১১ সালে ক্যালিফোর্নিয়ার এক হাসপাতালে যমজ কন্যাসন্তানের জন্ম দেন এমা।

১৯৫৭ সালের মেক্সিকোর সিনালোয়ায় জন্ম জোয়াকিনের। এল চ্যাপো নামেই বেশি পরিচিত তিনি। বাবার হাত ধরেই মাদক দুনিয়ায় পা রাখেন। তারপর অন্ধকার দুনিয়ার সঙ্গে যুক্ত হয়ে পড়েন। মাদকচক্রের পাশাপাশি হত্যাকাণ্ডের সঙ্গেও নাম জড়িয়েছে। বর্তমানে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ভোগ করছেন।

২০০১ সাল থেকে পলাতক জোয়াকিনের খোঁজে মোটা টাকা উপহার ঘোষণা করেছিল আমেরিকা। তাই এমার মেয়েদের জন্মসনদ থেকে এল চ্যাপোর নাম সরিয়ে দেওয়া হয়। ১৯৯৩ সালে চ্যাপোকে প্রথম গ্রেপ্তার করা হয়। মাদক পাচার এবং খুনের অভিযোগে তাঁকে ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। জেলে থাকার সময় ২০০১ সালে কারারক্ষীদের ঘুষ দিয়ে পালিয়ে যান তিনি।

২০১৪ সালে আবার গ্রেপ্তার হন। ২০১৫ সালে সাজা ঘোষণার আগে আবার জেল থেকে পালিয়ে যান। ২০১৬ সালের নভেম্বর মাসে এল চ্যাপোকে আবার গ্রেপ্তার করার এক বছর পর আমেরিকায় প্রত্যার্পণ করা হয়। ২০১৯ সালে দোষী সাব্যস্ত হলে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। সূত্র: বিবিসি, রয়টার্স ও আনন্দবাজার।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৩
Design & Developed BY Cloud Service BD