শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৯ অপরাহ্ন

শিরোনাম ::
জৈন্তাপুরে পুলিশের অভিযানে ৯৭ বস্তা ভারতীয় চিনি উদ্ধার নির্বাচন বাধাগ্রস্ত করতে বিদেশী কোন হস্তক্ষেপ জনগণ মেনে নেবে না: প্রধানমন্ত্রী সিলেটে নাট্যকর্মীদের উপর হামলার ঘটনায় ৬০ জনকে আসামি করে মামলা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে প্রদত্ত প্রধানমন্ত্রীর ভাষণের পূর্ণ বিবরণ সিলেটে নাট্যকর্মীদের উপর হামলা: রবিবার প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ সিলেটে ভাগ্নের হাতে মামা নিহত ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল পাবে ৪০ লাখ ডলার পরিবারের সবাইকে হারিয়ে আলৌকিকভাবে বেঁচে গেলো ৭ মাসের শিশু সিলেটে ছিনতাই হওয়া ৫টি টমটম উদ্ধার, গ্রেফতার ২ পানি থেকে ওঠানো সেই শিশুটি এখন সুস্থ রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ প্রস্তাব গোয়াইনঘাট পুলিশের অভিযানে ভারতীয় মদসহ মাদক কারবারী আটক ঢাকায় অতিবৃষ্টি, বিদ্যুৎস্পৃ’ষ্টে একই পরিবারের তিন-জন সহ নিহ’ত ৪ সিলেটের তৃষা চ্যানেল আই সেরাকণ্ঠে সেমিফাইনালে সিলেটে নাট্যকর্মীদের উপর হামলায় আনোয়ারুজ্জামান চৌধুরীর নিন্দা




জনগণ আবার সুযোগ দিলে গ্রামে একটা রাস্তাও কাঁচা থাকবে না: প্রধানমন্ত্রী

FB IMG 1694725929141 - BD Sylhet News




আগামী নির্বাচনে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় এলে দেশে কোনো কাঁচা রাস্তা থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি বলেছেন, টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকায় দেশের উন্নয়ন সম্ভব হচ্ছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) গণভবনে ‘জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩’ উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘গণতান্ত্রিক ধারাটা বজায় রাখতে পেরেছি, যার জন্য গ্রাম পর্যায় পর্যন্ত উন্নয়নটা করতে পেরেছি। আমি জানি এখনো অনেক গ্রামে কাঁচা রাস্তা আছে। সেগুলো আল্লাহর রহমতে থাকবে না। আবার যদি জনগণের সেবা করার সুযোগ পাই, নিশ্চয় আমরা সেগুলো করে দেব। কারণ শহরের মতো করে প্রত্যেকটা গ্রাম গড়ে উঠবে।’

আমার গ্রাম, আমার শহর গঠনে সরকার পদক্ষেপ নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘চ্যালেঞ্জ নিয়েছিলাম পদ্মা সেতু নিজের অর্থে করব, সেই চ্যালেঞ্জ মাথায় রেখে নিজেদের অর্থে পদ্মা সেতু করেছি। পদ্মায় রেললাইনও করে দিয়েছি। এখন আর যোগাযোগের অসুবিধা নেই।’

জনপ্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা তৃণমূলের মানুষের ভোটে নির্বাচিত, জনগণের সেবক। জনগণের কল্যাণে কাজ করা এটা আপনার-আমার সকলের দায়িত্ব। এ দায়িত্ব যথাযথভাবে পালন করে মানুষের সেবা করে, মানুষের আস্থা-বিশ্বাস অর্জন করে আপনারা এগিয়ে যাবেন। কারণ একবার যখন মানুষ আপনাদের ভোট দিয়েছে, তারা যেন আবার ভোট দিতে পারে সেই আস্থা-বিশ্বাস আপনাদের অর্জন করতে হবে।’

তিনি বলেন, ‘আজকের উন্নয়নটা দীর্ঘদিনের কষ্টের ফসল। এটা যেন আর নষ্ট না করতে পারে। কারণ ১৯৯৬ সাল থেকে ২০০১ পর্যন্ত যতটা এগিয়েছিলাম, বিএনপি-জামায়াত জোট সেটা পিছিয়ে দিয়েছিল। ২০০৯-২৩ বাংলাদেশের যে অগ্রযাত্রা, এটা যেন অব্যাহত থাকে। জনগণের কাছে আমার এটাই আহ্বান থাকবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলা, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলে এসডিজি বাস্তবায়ন করে বাংলাদেশের ভাবমূর্তি আরও উচ্চাসনে নিয়ে গিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। লাখো শহীদের রক্তে অর্জিত স্বাধীনতা ব্যর্থ হয় নাই, ব্যর্থ হবে না, ব্যর্থ হতে দেব না।’

মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে স্থানীয় সরকার জনপ্রতিনিধিদের দাঁড়াতে বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কেউ যেন মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদে সম্পৃক্ত না হয়, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। সরকার মসজিদ, মন্দির, প্যাগোডাসহ সব ধর্মীয় প্রার্থনালয় সংস্কারে অর্থ বরাদ্দ দিচ্ছে বলেও জানান সরকারপ্রধান।

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের সভাপতিত্বে সিটি করপোরেশনের মেয়র, জেলা পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় সরকারের সকল প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য দেন।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৩
Design & Developed BY Cloud Service BD