BD SYLHET NEWS
সিলেটরবিবার, ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১০:০২
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের উন্নয়নে প্রধানমন্ত্রীর সহযোগীতা চাইলেন আনোয়ারুজ্জামান


সেপ্টেম্বর ১৪, ২০২৩ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট :: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের উন্নয়নে আন্তরিক। আমরা না চাইতেই অনেক উন্নয়ন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট-ঢাকা মহাসড়ককে ৬ লেন করে দিয়েছেন। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকা দিয়েছেন। সিলেটে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দিয়েছেন।

আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দিয়ে পাঠিয়েছিলেন, সিলেটে এসে প্রধানমন্ত্রীর কথা বলায় সিলেটবাসী আমার কথা বিশ্বাস করে ভোট দিয়েছে। এই ভোট সিলেটবাসী আমাকে দেন নাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই দিয়েছেন। এজন্য আগামী দিনে যাতে সিলেটবাসীর বিশ্বাস অটুট রাখতে পারি এজন্য সিলেটের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা কামনা করি।

তিনি বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে গণভবনে জাতীয় স্থানীয় সরকার দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।