বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০১:০২ পূর্বাহ্ন

শিরোনাম ::
সিলেটে যুব মজলিসের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত ও জেলা শাখা পুনর্গঠন বড়লেখায় নিসচার উদ্যোগে সড়কে শৃঙ্খলা ফেরাতে সচেতনতামূলক ক্যাম্পেইন সিলেটে বর্ণিল আয়োজনে দৈনিক আমাদের সময়ের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সিলেটে কাল শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ সংলাপ শেখ হাসিনার বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিবে যুবলীগ : ভিপি শামীম খালেদা জিয়ার সুস্থতা ও জিকে গউছ এর মুক্তি কামনায় দরগাহ দোয়া মাহফিল জৈন্তাপুরে ‘মোটরসাইকেলসহ চুর’ গ্রেফতার ১ প্রেমিককে ভিডিও কলে রেখে কলেজছাত্রীর আত্মহত্যা সিলেটে ক্রাশার মেশিন থেকে পাথর ছিটকে পড়ে শ্রমিক নিহত শিশু ও কিশোর-কিশোরীদের খেলাধুলা পরিদর্শনে কানাডার হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারী ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদান করুন: সংগ্রাম পরিষদ ছাতকে পৃথক অভিযানে আড়াই কোটি টাকার চালান জব্দ, গ্রেফতার ১৫ ভূমিকম্প নিয়ে আতংক নয় সচেতন হতে হবে: বিভাগীয় কমিশনার সিলেটে ফুটবল খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে শি শু র মৃ ত্যু যেকোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র অব্যাহত রাখতে হবে: প্রধানমন্ত্রী




বড়লখায় চা বাগানের লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

lake 20230508135110 - BD Sylhet News




তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় ১০নং দক্ষিণভাগ (দক্ষিণ ইউনিয়ন) এর আওতাধীন নিউ সমনবাগ চা বাগানের মোকাম ডিভিশনের ১৮ নং সেকশনের লেক থেকে বাবুল চাষা (৫৫) নামের এক চা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে বড়লেখা থানা পুলিশ।

সরেজমিনে গিয়ে জানা যায়, স্থানীয়দের জিজ্ঞেসা করলে তারা বলে আমরা প্রতিদিন সকালে কাজের সন্ধানে বের হই আজ পানিতে লাশ দেখে বাগান কতৃপক্ষকে মুঠোফোনে জানাই থানা পুলিশ এসে স্থানীয়দের সহযোগীতা নিয়ে মৃত ব্যক্তির লাশ চিহ্নিত করে। ঐ ওই ব্যক্তি হলো পাথরিয়া চা বাগানের মৃত প্রশাদ চাষার ছেলে বাবুল চাষা। লাশ শনাক্তের জন্য ঘটনাস্থলে আসলে বাবুল চাষার স্ত্রী সবিতা চাষা জানান, বাবুল চাষা মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রায় তিনি ঘর থেকে বেরিয়ে যান। গত রোববার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে বাবুল চাষা ঘর থেকে বেরিয়ে যান। পরে আর ঘরে ফেরেননি। স্বজনরা তাকে কোথাও খুঁজে পাননি। তিনি আরো বলেন, বিগত কয়েক দিন আগে মৌলভীবাজার শহর থেকে নিয়ে এসেছিলাম, এরকম সে সবসময় করে, পুলিশ জিজ্ঞেসাবাদে বাবুলের পরিবার বলে এতে আমাদের কারো উপর সন্দেহ নাই।
পরে লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়।

এদিকে, বৃহস্পতিবার (১৪ সেপ্টম্বর) সকালে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সমনভাগ চা বাগান (মোকাম ডিভিশন) এলাকার একটি লেকে এক ব্যক্তির লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে স্থানীয়রা বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠায় পুলিশ। পুলিশের ধারণা, লেকের পানিতে পড়ে হয়তো বাবুল চাষার মৃত্যু হয়েছে।
বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) জাহেদ আহমদ জানান, নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন মেলেনি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৩
Design & Developed BY Cloud Service BD