বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০২:৪০ পূর্বাহ্ন

শিরোনাম ::
সিলেটে যুব মজলিসের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত ও জেলা শাখা পুনর্গঠন বড়লেখায় নিসচার উদ্যোগে সড়কে শৃঙ্খলা ফেরাতে সচেতনতামূলক ক্যাম্পেইন সিলেটে বর্ণিল আয়োজনে দৈনিক আমাদের সময়ের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সিলেটে কাল শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ সংলাপ শেখ হাসিনার বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিবে যুবলীগ : ভিপি শামীম খালেদা জিয়ার সুস্থতা ও জিকে গউছ এর মুক্তি কামনায় দরগাহ দোয়া মাহফিল জৈন্তাপুরে ‘মোটরসাইকেলসহ চুর’ গ্রেফতার ১ প্রেমিককে ভিডিও কলে রেখে কলেজছাত্রীর আত্মহত্যা সিলেটে ক্রাশার মেশিন থেকে পাথর ছিটকে পড়ে শ্রমিক নিহত শিশু ও কিশোর-কিশোরীদের খেলাধুলা পরিদর্শনে কানাডার হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারী ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদান করুন: সংগ্রাম পরিষদ ছাতকে পৃথক অভিযানে আড়াই কোটি টাকার চালান জব্দ, গ্রেফতার ১৫ ভূমিকম্প নিয়ে আতংক নয় সচেতন হতে হবে: বিভাগীয় কমিশনার সিলেটে ফুটবল খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে শি শু র মৃ ত্যু যেকোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র অব্যাহত রাখতে হবে: প্রধানমন্ত্রী




লাইভ চলাকালে নারী সাংবাদিকের সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

image 23364 1694674442 - BD Sylhet News




বিডিসিলেট ডেস্ক : টেলিভিশনে ডাকাতির লাইভ দিচ্ছিলেন এক নারী সাংবাদিক। এ সময় তার শরীরে হাত দিয়ে অশোভন আচরণ করেন এক ব্যাক্তি। ঘটনাটি ঘটেছে স্পেনের রাজধানী মাদ্রিদে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসা বালাদো নামের এক নারী সাংবাদিক মাদ্রিদের একটি ডাকাতির ঘটনায় লাইভ দিচ্ছিলেন। এ সময় পেছন থেকে তার শরীর স্পর্শ করেন এক ব্যক্তি। লাইভের ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। পরে পুলিশ ওই ব্যক্তিকে আটক করেছে।

ভিডিওতে দেখা যায়, ঘটনার পর ওই নারী লাইভ চালিয়ে নেওয়ার চেষ্টা করেন। তখন অনুষ্ঠানের সঞ্চালক তাকে থামিয়ে দেন এবং তাকে বলেন, ‘ইসা, আপনার কাজে বাধা দেয়ার জন্য দুঃখিত… সে (অভিযুক্ত ব্যক্তি) কি আপনার পেছনে স্পর্শ করেছে?’ সঞ্চালকের প্রশ্নে বিষয়টি নিশ্চিত করেন ওই নারী।

ভিডিওতে ওই সঞ্চালক সাংবাদিককে অনুরোধ করেন, ওই ‘ইডিয়টকে’ ক্যামেরায় ধারণ করুন। এসময় ওই ব্যক্তিকে সাংবাদিকের পাশে দাঁড়িয়ে হাসতে দেখা গেছে। হেনস্তাকারী ওই ব্যক্তিকে নারী সাংবাদিক বলেন, ‘আমরা কোন চ্যানেল থেকে এসেছি তা জানতে আপনার কি আমাকে স্পর্শ করার প্রয়োজন ছিল? আমি একটি লাইভ শো করছি এবং আমি আমার কাজ করছি।’ তার এমন প্রশ্নের জেরে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি তখন সাংবাদিকের কাছে কোন চ্যানেল থেকে এসেছেন তা জানতে চেয়েছিলেন। তবে এ সময়ে ওই ব্যক্তি তাকে স্পর্শ করার বিসয়টি অস্বীকার করেন।

স্পেন পুলিশ জানিয়েছে, টিভিতে লাইভ চলাকালীন নারী সাংবাদিকের শরীরে হাত দিয়ে আশোভন আচরণ করায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

এদিকে সাংবাদিক হেনস্তার শিকারের ঘটনায় বিবৃতি দিয়েছে নিউজ চ্যানেলটি। এতে তারা ওই সাংবাদিকের প্রতি পূর্ণ সমর্থন দিয়েছে। বিবৃতিতি বলা হয়, ‘তাকে (ইসা) অসহনীয় পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল। আমরা যেকোনো ধরনের হয়রানি বা আগ্রাসনের বিরোধী।’

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৩
Design & Developed BY Cloud Service BD