BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:১১
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপে আফগানিস্তানের ১৫ সদস্যের দল ঘোষণা


সেপ্টেম্বর ১৩, ২০২৩ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশসহ কয়েকটি দেশ বাকি থাকলেও ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপ উপলক্ষে এরই মধ্যে দল ঘোষণা করে দিয়েছে বেশিরভাগ দল। সেই তালিকার সর্বশেষ সংযোজন আফগানিস্তান। নিয়মিত অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদিকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানরা।

আফগানিস্তানের ঘোষিত ১৫ সদস্যের দলে ফেরানো হয়েছে ২ বছর দলের বাইরে থাকা পেসার নাভিন উল হককে। আর চোট কাটিয়ে ফিরেছেন আজমাতুল্লাহ ওমারজাই। তবে ১৫ সদস্যের দলে জায়গা হয়নি ২০১৯ সালে আফগানিস্তানের নেতৃত্ব দেওয়া গুলবাদিন নাইবের। রিজার্ভ দলে রাখা হয়েছে তাকে। এশিয়া কাপেও দলের স্কোয়াডে ছিলেন তিনি।

এশিয়া কাপের দল থেকে নাইব ছাড়া বাদ পড়াদের মধ্যে আছেন শরাফউদ্দিন আশরাফ, করিম জানাত এবং সুলিমান সাফি। তবে রিজার্ভ দলে শরাফউদ্দিনকে রাখা হয়েছে।

বিশ্বকাপে আফগানিস্তানের প্রথম ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। ৫ অক্টোবর শুরু হওয়া টুর্নামেন্টে এই দুই দল লড়বে আগামী ৭ অক্টোবর, ধর্মশালায়। এটি নিয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছে আফগানিস্তান। এবার সুপার লিগ দিয়ে সরাসরি বিশ্বকাপের টিকিট কেটেছে হাশমতউল্লাহ শাহিদির দল।

আফগানিস্তান দল: হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক),ইব্রাহিম জাদরান, রাহমানউল্লাহ গুরবাজ, রহমত শাহ, রিয়াজ হাসান, নজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, ইকরাম আলিখিল, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব-উর-রহমান, নুর আহমেদ, আব্দুল রেহমান, ফজলহক ফারুকি ও নাভিন উল হক।

রিজার্ভ: গুলবদিন নাইব, শরাফউদ্দিন আশরাফ ও ফরিদ আহমেদ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।